নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি খুলনাতে স্প্রিং সেমিস্টারের অ্যাডমিশন ফেয়ার শুরু হয়েছে। ১৭ ডিসেম্বর থেকে শুরু হওয়া এ ফেয়ার চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। ফেয়ার চলাকালীন সময়ে সরকারি ছুটির দিনসহ সপ্তাহে ৭ দিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি শাখা খোলা থাকবে। ভর্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর আব্দুল মতিন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন ।
ফেয়ার চলাকালীন ভর্তি ফির উপর ৬০% সহ টিউশনির উপর অতিরিক্ত ১০% ছাড় থাকবে। উল্লেখ্য NUBT Khulna সর্বদা রেজাল্ট এর উপর ১০% -১০০% পর্যন্ত ছাড় দিয়ে থাকে।
বর্তমানে বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ে BBA, BA(Hons) in English, CSE, EEE, B. Architecture, Civil Engineering, BSS (Hons) in Economics বিষয়ে অর্নাস কোর্স চালু আছে। এছাড়া স্নাতকোত্তর পর্যায়ে MBA (Regular & Executive), MAE in English, MSS in Economics কোর্স চালু আছে। প্রেস বিজ্ঞপ্তি
NUBT Khulna’ তে স্প্রিং সেমিস্টারের অ্যাডমিশন ফেয়ার
https://www.facebook.com/dailysuprovatsatkhira/