Site icon suprovatsatkhira.com

টানা ১২ বার হেরে গেলেন কুষ্টিয়ার মারফত আলী মাস্টার

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার মারফত আলী মাস্টার টানা ১২ বার এর মতো নির্বাচনে হেরে গেলেন কুষ্টিয়ার মারফত আলী মাস্টার। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসন থেকে বাংলাদেশ মুসলিম লীগের হয়ে হারিকেন প্রতীকে নির্বাচন করে পরাজিত হন তিনি। এর আগে ১৯৮০ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত টানা ১১টি নির্বাচনে অংশ নিয়ে তিনি একটি নির্বাচনেও জয় পাননি। এরমধ্যে ৮টি জাতীয় সংসদ নির্বাচন, একটি করে উপজেলা পরিষদ ও পৌরসভা এবং একটি ইউপি নির্বাচন রয়েছে।
রবিবার (৩০ ডিসেম্বর) রাতে কুষ্টিয়ার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. আসলাম হোসেন জেলার ৪টি আসনের ফলাফল ঘোষণা করেন। ফলাফলে দেখা যায় মারফত আলী মাস্টার কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে ১৫৮টি কেন্দ্রে ২৯৮টি ভোট পেয়েছেন। এই আসনে জাসদের সভাপতি হাসানুল হক ইনু নৌকা প্রতীকে ২ লাখ ৮০ হাজার ৬৩৬ ভোট পেয়ে জয়লাভ করেছেন।
নির্বাচনে হেরে যাওয়ার পর প্রতিক্রিয়া জানতে চাইলে মারফত আলী মাস্টার বলেন, আমি একজন সংগ্রামী মানুষ। মানুষের অধিকার আদায়ের জন্য প্রতিনিয়ত আমার সংগ্রাম অব্যাহত থাকবে। আগামীতে আবারও নির্বাচনে অংশগ্রহণ করবেন কি না জানতে চাইলে তিনি এই বিষয়ে এখনই কিছু বলতে রাজি হননি।
উল্লেখ্য, গণমানুষের মুক্তি আন্দোলনের অংশ হিসেবে এর আগে টানা ১১ বার নির্বাচন করেছেন মুক্তিযোদ্ধা মারফত আলী মাস্টার। আর এর জন্য নিজের বাড়ি এমনকি মাঠের প্রায় ১৫ বিঘা জমি বিক্রি করেছেন। শুধু নির্বাচনের কারণে বিয়ে পর্যন্ত করেননি সাবেক এই শিক্ষক। ছাত্রজীবনে ১৯৬২ সালে রাজনীতিতে জড়িয়ে পড়েন তিনি। ১৯৬৬ এর ছয় দফা আন্দোলনেও যুক্ত ছিলেন। ১৯৬৯ সালে তিনি মিরপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং ১৯৭০ সালে ছাত্র সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি স্বাধীনতার স্বপক্ষে বিভিন্ন আন্দোলনে অংশগ্রহণ করেন এবং মহান মুক্তিযুদ্ধেও অংশ নেন। এইচএসসি পাশ মারফত আলী কর্মজীবনে দৌলতপুর উপজেলার ছাতারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসাবে চাকুরি করেছেন। উপজেলার সদরপুর ইউনিয়নের নওদা আজমপুর এলাকার মৃত হাতেম আলীর ছেলে ৭৫ বয়সী মারফত আলী মাস্টার বর্তমানে বসবাস করেন মিরপুর পৌরসভার খন্দকবাড়িয়া মহল্লায়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version