Site icon suprovatsatkhira.com

স্বাস্থ্য সেবার মনোন্নয়ন ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার চাই: বিদ্যাসাগর সরকার, শিক্ষক, তালা

এস.এম নাহিদ হাসান: স্বাস্থ্য সেবার মনোন্নয়ন ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে বাধাহীন সম্পর্ক তৈরির মাধ্যমে দেশের একজন নাগরিক হিসেবে সকল সুযোগ-সুবিধা প্রদানের ক্ষেত্রে জনপ্রতিনিধিকে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ থাকতে হবে। তালা মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের ইংরেজির প্রভাষক বিদ্যা সাগর সরকার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের কাছে এমনই ইশতেহার প্রত্যাশা করেন। তিনি বলেন, যিনি জনপ্রতিনিধি হবেন তাকে অবশ্যই জনবান্ধব হয়ে সকল শ্রেণি পেশার মানুষের পাশে থাকতে হবে। বিভিন্ন সময় দেখা যায় যারা একবার জনপ্রতিনিধি হয়ে যান তার সাথে যোগাযোগ করা সাধারণ মানুষের ক্ষেত্রে কষ্টসাধ্য হয়ে ওঠে। তবে এর বিপরীত দৃশ্য দেখতে চাই। আমাদের এ আসনের শিক্ষা খাতে অবকাঠামোগত বেশ উন্নয়ন হয়েছে। বেসরকারি স্কুল-কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের হোস্টেলের ব্যবস্থা করা গেলে শিক্ষার্থীদের লেখাপড়ার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে। আমাদের তালার স্বাস্থ্যসেবার মান নিয়ে তালাবাসী সন্তুষ্ট নয়। বিভিন্ন সময় ডাক্তার সংকটের কারণে এ সেবা ব্যাহত হচ্ছে। স্বাস্থ্যসেবার মান ফিরিয়ে আনতে হলে জনপ্রতিনিধিকে জোরালো ভূমিকা রাখতে হবে। এছাড়া চিকিৎসকদের থাকার জন্য পর্যাপ্ত আবাসিক সুবিধার ব্যবস্থা করতে হবে। আমি মনে করি জেলার ভিতর তালার সাংস্কৃতিক অঙ্গন অনেক এগিয়ে। এখানকার ছেলে মেয়েরা বিভিন্ন প্রতিযোগিতায় ভাল ফল বয়ে নিয়ে এসেছে। আর এ ধারাবাহিকতা রক্ষা করতে হলে জনপ্রতিনিধিকে দায়িত্ব নিয়ে অনুকূল সাংস্কৃতিক আবহাওয়া তৈরি করতে হবে। তাহলে আরও অনেক প্রতিভাবান ছেলে মেয়ে বের হয়ে আসবে। বর্তমানে তালায় অনেক সংস্কৃতিমনা মানুষ রয়েছে। এ খাতে যদি বেশি বেশি পৃষ্ঠপোষকতা করা যায় তাহলে এ খাত বহুদূর এগিয়ে যাবে। আমাদের অনেক সংস্কৃতি হারিয়ে যাচ্ছে, এগুলো সংরক্ষণে উদ্যোগী হতে হবে। স্থানীয়ভাবে শিক্ষিত বেকারদের সর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার মাধ্যমে বেকারত্ব দূর করার সুস্পষ্ট পদক্ষেপ ইশতেহারে উল্লেখ করতে হবে। পাশাপাশি তরুণদের মাদকাসক্তির হাত থেকে রক্ষা করতে খেলাধূলার উপর জোর দিতে হবে। সর্বোপরি এমন একজন জনপ্রতিনিধি আমরা চাই, যিনি যুগ যুগ ধরে চলে আসা শ্রেণি-বৈষম্যকে পিছনে ফেলে এলাকার মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করবেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version