Site icon suprovatsatkhira.com

সাতক্ষীরা মুক্ত দিবস উপলক্ষ্যে সব্যসাচী আবৃত্তি সংসদের মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান

ডেস্ক রিপোর্ট: ৭ ডিসেম্বর সাতক্ষীরা মুক্ত দিবস উপলক্ষ্যে সব্যসাচী আবৃত্তি সংসদের আয়োজনে কবিতা পাঠ, আবৃত্তি, মুক্তির কথা ও মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরিতে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সব্যসাচী আবৃত্তি সংসদের সভাপতি হেনরী সরদার। স্বাগত বক্তব্য রাখেন, সব্যসাচী আবৃত্তি সংসদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ছট্টু। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রাবন্ধিক আব্দুল হামিদ, নির্বাহী সদস্য সংগীত শিল্পী রোজবাবু, কবি স.ম তুহিন, প্রাবন্ধিক কবির রায়হান।
কবিতা আবৃত্তি করেন, কবি মন্ময় মনির, মনজুরুল হক, স্বপ্না চক্রবর্তী ও রাইন চৌধুরী। সংবর্ধিত অতিথি ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ইমাম বারি ও রফিকুজ্জামান খোকন। অনুষ্ঠানে সংবর্ধিত মুক্তিযোদ্ধারা ৭১’ রণাঙ্গনের স্মৃতিচারণ করেন।
এছাড়া উপস্থিত ছিলেন, প্রকৌশলী আবেদুর রহমান, মশিউর রহমান পলাশ, সব্যসাচী আবৃত্তি সংসদের সাংগঠনিক সম্পাদক শেখ আমিনুর রহমান কাজল, সব্যসাচী আবৃত্তি সংসদের অর্থ সম্পাদক এস এম নাজমুল হক পল্টু প্রমুখ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version