Site icon suprovatsatkhira.com

সাতক্ষীরায় ভোটার ১৫ লক্ষ ৫৯ হাজার ৮শ ৯৯ জন: ৫৯৭ কেন্দ্রে ভোটগ্রহণে নিয়োজিত থাকবেন ১০ হাজার ২৭৫ জন কর্মকর্তা

গাজী আসাদ: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার ৪টি সংসদীয় আসনে ৫শ ৯৭টি কেন্দ্রে সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনায় ভোটগ্রহণে নিয়োজিত থাকবেন ১০ হাজার ২শ’ ৭৫ জন কর্মকর্তা। এর মধ্যে প্রিজাইডিং অফিসার হিসাবে ৫শ’ ৯৭জন, সহকারি প্রিজাইডিং অফিসার হিসেবে ৩ হাজার ২শ’ ২৬জন ও পোলিং অফিসার হিসেবে ৬ হাজার ৪শ’ ৫২ জন কর্মকর্তা নিয়োজিত থাকবেন। ইতোমধ্যে এসব কর্মকর্তার প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
জেলা নির্বাচন অফিস জানায়, সাতক্ষীরায় ৪টি সংসদীয় আসনের ১৫ লক্ষ ৫৯ হাজার ৮শ ৯৯ জন ভোটার ৫শ’ ৯৭টি ভোট কেন্দ্রের ৩ হাজার ২শ’ ২৬টি ভোটকক্ষে ভোট দেবেন।
সূত্র মতে, সাতক্ষীরা-১ আসনে ৪ লক্ষ ২২ হাজার ৮শ ৯৮ জন ভোটারের জন্য ১শ ৬৮টি কেন্দ্র ও ৮শ ৬৮টি কক্ষে ভোট গ্রহণ করা হবে। এর মধ্যে তালা উপজেলায় ২লক্ষ ৩৭হাজার ২শ ৮৩ জন ভোটারের জন্য ৯৩টি কেন্দ্রের ৪৮৭টি কক্ষে ৯৩ জন প্রিজাইডিং অফিসার, ৪শ ৮৭জন সহকারি প্রিজাইডিং অফিসার ও ৯শ ৭৪ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন। এছাড়া কলারোয়া উপজেলায় ১ লক্ষ ৮৫ হাজার ৬শ ১৫ জন ভোটারের জন্য ৭৫টি কেন্দ্রের ৩শ ৮১টি কক্ষে ৭৫ জন প্রিজাইডিং অফিসার, ৩শ ৮১ জন সহকারি প্রিজাইডিং অফিসার ও ৭শ ৬২ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করবে।
সাতক্ষীরা-২ আসনে ৩ লক্ষ ৫৬ হাজার ১শ ৮৪জন ভোটারের জন্য ১শ ৩৭টি কেন্দ্রের ৬শ ৯৮টি কক্ষে ১শ ৩৭ জন প্রিজাইডিং অফিসার, ৬শ ৯৮জন সহকারি প্রিজাইডিং অফিসার ও ১ হাজার ৩শ ৯৬ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন।
সাতক্ষীরা-৩ আসনে ৩ লক্ষ ৮৭ হাজার ৩শ ৩৮ জন ভোটারের জন্য ১শ ৫৩টি কেন্দ্রের ৭শ ৪০টি কক্ষে ভোট গ্রহণ করা হবে। এর মধ্যে আশাশুনি উপজেলায় ২ লক্ষ ১২ হাজার ৫শ ৯৩ ভোটারের জন্য ৮৫টি কেন্দ্রের ৪শ ১৬টি কক্ষে ৮৫ প্রিজাইডিং অফিসার, ৪শ ১৬ জন সহকারি প্রিজাইডিং অফিসার ও ৮শ ৩২ জন পোলিং অফিসার থাকবে। দেবহাটা উপজেলায় ৯৭ হাজার ৮শ ৮৮ জন ভোটারের জন্য ৪০টি কেন্দ্রের ১শ ৮৬টি কক্ষে ৪০ জন প্রিজাইডিং অফিসার, ১শ ৮৬ জন সহকারি প্রিজাইডিং অফিসার ও ৩শ ৭২ জন পোলিং অফিসার থাকবে। এছাড়া কালিগঞ্জে (আংশিক) ৭৬ হাজার ৮শ ৫৭জন ভোটারের জন্য ২৮টি কেন্দ্রের ১৩৮টি কক্ষে ২৮জন প্রিজাইডিং অফিসার, ১৩৮ জন সহকারি প্রিজাইডিং অফিসার ও ২৭৬ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন।
সাতক্ষীরা-৪ আসনে ৩ লক্ষ ৯৩ হাজার ৪শ ৭৯ জন ভোটারের জন্য ১শ ৩৯টি কেন্দ্রের ৭শ ৪৪টি কক্ষে ভোট গ্রহণ করা হবে। এর মধ্যে শ্যামনগর উপজেলায় ২ লক্ষ ৩০ হাজার ৪৮ জন ভোটারের জন্য ৮৯টি কেন্দ্রের ৪শ ৮৯টি কক্ষে ৮৯ জন প্রিজাইডিং অফিসার, ৪শ ৮৯ জন সহকারি প্রিজাইডিং অফিসার ও ৯শ ৭৮ জন পোলিং অফিসার নিয়োজিত থাকবে। এছাড়া কালিগঞ্জে (আংশিক) ১ লক্ষ ৪০ হাজার ৪শ ৩১ জন ভোটারের জন্য ৫০টি কেন্দ্রের ২শ ৫৫টি কক্ষে ৫০ জন প্রিজাইডিং অফিসার, ২শ ৫৫ জন সহকারি প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার হিসেবে ৫শ ১০ দায়িত্ব পালন করবেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version