Site icon suprovatsatkhira.com

সাতক্ষীরায় বিপুল ভোটে নৌকার ৪ প্রার্থীর জয়

গাজী আসাদ/ফাহাদ হোসেন/আরিফুল ইসলাম রোহিত: সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট মনোনীত প্রার্থীরা।
বিজয়ীরা হলেন, সাতক্ষীরা-১ আসনের নৌকা প্রতীকের প্রার্থী বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি মুস্তফা লুৎফুল্লাহ, সাতক্ষীরা-২ আসনের নৌকা প্রতীকের প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা-৩ আসনের নৌকা প্রতীকের প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টাম-লীর সদস্য ডা. আ ফ ম রুহুল হক ও সাতক্ষীরা-৪ আসনের নৌকা প্রতীকের প্রার্থী শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি স ম জগলুল হায়দার। তারা চারজনই দশম জাতীয় সংসদেও এমপি ছিলেন।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সাতক্ষীরা-১ আসনে নৌকা প্রতীকের প্রার্থী মুস্তফা লুৎফুল্লাহ ৩ লাখ ৩২ হাজার ৬৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষের প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব পেয়েছেন ১৭ হাজার ৪৫৫ ভোট।
এ আসনের অন্যান্য প্রার্থীদের মধ্যে হাতপাখা প্রতীকের এফএম আছাদুল হক ১৭৪৮ ভোট, কাস্তে প্রতীকের মো. আজিজুর রহমান ১৯২ ভোট, আম প্রতীকের মো. আব্দুর রশিদ ১০১ ভোট, লাঙ্গল প্রতীকের সৈয়দ দিদার বখত ৯৪৭ ভোট ও সিংহ প্রতীকের সরদার মুজিব ৩৭৪ ভোট পেয়েছেন।
সাতক্ষীরা-২ আসনে ৩ লক্ষ ৫৪ হাজার ৮১০ ভোট কাস্ট হয়েছে। এর মধ্যে বৈধ ভোট ৩ লক্ষ ৫২ হাজার ৮৮০টি। বাতিল হয়েছে ১৯৩০টি ভোট।
সাতক্ষীরা-২ আসনে বিপুল ভোটে জয় পেয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। তিনি পেয়েছেন এক লাখ ৫৫ হাজার ৬১১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী জামায়াত নেতা মুহাদ্দিস আব্দুল খালেক পেয়েছেন ২৭ হাজার ৭১১ ভোট।
এ আসনের অন্যান্য প্রার্থীদের মধ্যে হাতপাখা প্রতীকের মুফতী রবিউল ইসলাম ১৩৫৫ ভোট, আম প্রতীকের মো. জুলফিকার রহমান ৭৪৯ ভোট, লাঙ্গল প্রতীকের শেখ মাতলুব হোসেন লিয়ন ১৫০৮ ভোট ও মই প্রতীকের নিত্যানন্দ সরকার ১২৩৮ ভোট পেয়েছেন।
এ আসনে ৩ লাখ ৫৬ হাজার ২৪৬ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১ লাখ ৮২ হাজার ১৭২।
সাতক্ষীরা-৩ আসনে নৌকা প্রতীকের প্রার্থী ডা. আ ফ ম রুহুল হক ৩ লাখ ৩ হাজার ৬৪৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষের প্রার্থী ডা. শহীদুল আলম পেয়েছেন ২৪ হাজার ৬৭১ ভোট।
এ আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী মো. ইসহাক আলী সরদার ২৫৭৯ ভোট পেয়েছেন।
সাতক্ষীরা-৩ আসনে ৩ লক্ষ ৩৩ হাজার ১১৮ ভোট কাস্ট হয়েছে। এর মধ্যে বৈধ ভোট ৩ লক্ষ ৩০ হাজার ৮৯৮টি। বাতিল হয়েছে ২ হাজার ২২০ কাস্ট ভোট

সাতক্ষীরা-৪ আসনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী স ম জগলুল হায়দার। তিনি পেয়েছেন ২ লাখ ৩৮ হাজার ৩৮৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী জামায়াত নেতা গাজী নজরুল ইসলাম পেয়েছেন ৩০ হাজার ৪৮৬ ভোট।
এ আসনের অন্যান্যদের মধ্যে কুলা প্রতীকের এইচএম গোলাম রেজা ১১২০০ ভোট, হাত পাখার মো. আব্দুল করিম ৩৩২৪ ভোট, লাঙ্গল প্রতীকের মো. আব্দুস সাত্তার মোড়ল ৫০৪ ভোট ও বাঘ প্রতীকের মো. রবিউল ইসলাম জোয়াদ্দার ৯০ ভোট পেয়েছেন।
সাতক্ষীরা-৪ আসনে ২ লক্ষ ৮৫ হাজার ৯৯২ ভোট কাস্ট হয়েছে। এর মধ্যে বৈধ ভোট ২ লক্ষ ৮৩ হাজার ৯৯১টি। বাতিল হয়েছে ২০০১টি ভোট।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version