যশোর অফিস: যশোরের পাপ্পু হোসেন হত্যা মামলার মূল আসামি অনুরাগ ইসলাম অপুকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি চৌকস টিম। এ সময় হত্যার কাজে ব্যবহৃত ধারালো চাকু উদ্ধার হয়েছে। ১২ ডিসেম্বর জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার গলাকাটা গ্রামে অপুর শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেফতার করে পিবিআইর একটি চৌকস টিম। অপু যশোর শহরের খালধার রোডের হাবিবুর রহমান হবির ছেলে।
পিবিআই যশোরের ইনচার্জ অতিরিক্ত পুলিশ সুপার এমকে এইচ জাহাঙ্গীর হোসেন গতকাল ১৩ ডিসেম্বর বেলা ১২টায় তার কার্যালয়ে সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে আরো বলেন, যশোর শহরের বড় বাজার সংলগ্ন মাছবাজারের কাছে একটি মাছের দোকানকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধে সন্ত্রাসী অনুরাগ ইসলাম অপু মাছ ব্যবসায়ী পাপ্পু ও তার সহোদর দিপুকে উপর্যুপরি ছুরি মেরে গুরুতর আহত করে। স্থানীয় লোকজন আহত দুই সহোদরকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে পাপ্পু মারা যান। দিপু এখনো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তিনি আরো বলেন, হত্যাকান্ডের পর থেকে অনুরাগ ইসলাম অপু পলাতক জীবনযাপন শুরু করে। পিবিআই দপ্তরে কর্মরত কর্মকর্তা ও অভিজ্ঞরা উন্নত প্রযুক্তি ব্যবহার করে নিশ্চিত হয়, অপু জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার এলাকার গলাকাটা গ্রামে আত্মগোপন করে আছে। ১২ ডিসেম্বর পিবিআইয়ের পুলিশ পরিদর্শক মোনায়েম হোসেনসহ একদল পুলিশ সেখান থেকে অপুকে গ্রেফতার করেন। পরে তাকে যশোর নিয়ে আসেন। অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর বলেন গ্রেফতারকৃত অপুর স্বীকারোক্তি মোতাবেক ১৩ ডিসেম্বর সকালে হত্যার কাজে ব্যবহৃত একটি ছোরা ঘটনাস্থলের পাশের ড্রেন থেকে উদ্ধার করা হয়েছে।
যশোর পাপ্পু হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
https://www.facebook.com/dailysuprovatsatkhira/