Site icon suprovatsatkhira.com

যশোর কারাগারে বন্দি ভারতীয় নাগরিকের মৃত্যু

যশোর অফিস: যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি সানজিদ ভারমা (৪৯) নামে একজন ভারতীয় নাগরিক মারা গেছেন। তিনি সোনা চোরাচালান মামলায় অভিযুক্ত ছিলেন। হাজতি নম্বর ২৮/১৭।
মঙ্গলবার দুপুরে কারাগার থেকে জেনারেল হাসপাতালে নেওয়ার সময় তার মৃত্যু হয়। নিহত সানজিদ ভারমা ভারতের নয়া দিল্লির উত্তমনাগার থানার ওমদিহাটের ডাব্লিউ/জেড ২৮ নম্বর বাড়ির বাসিন্দা মহিন্দর ভারমার ছেলে।
যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবু তালেব সাংবাদিকদের বলেন, সানজিদ ভারমা ভারতীয় নাগরিক। তিনি সোনা চোরাচালান মামলার আসামি ছিলেন। ২০১৭ সালের ২ ডিসেম্বর বেনাপোল পোর্ট থানার একটি সোনা চোরাচালান মামলার আসামি হিসেবে জেলহাজতে পাঠানো হয় তাকে। তিনি হার্টের অসুখে ভুগছিলেন। তাকে বিভিন্ন সময় যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুর দুইটার দিকে তার বুকে প্রচন্ড ব্যাথা শুরু হয়। জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার শফিউল্লাহ সবুজ বলেন, হাসপাতালে আনার আগেই ওই বন্দির মৃত্যু হয়েছে।
প্রশ্নের জবাবে জেলার আবু তালেব বলেন, ‘মৃত সানজিদ ভারমার মরদেহ হাসপাতালের হিমাগারে থাকবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতীয় কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হবে। আশা করা যায়, ভারতীয় কর্তৃপক্ষ মরদেহ বুঝে নেবে। না নিলে ধর্মীয় বিধান মতে ৬০ দিন পর লাশের সৎকার করা হবে।’
তবে যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার আবুল কালাম আজাদ বলেন, ‘হাসপাতালের মর্গে হিমাগার ঠিকই আছে। লাশ ২-৩ মাস রাখতে কোনো সমস্যা নেই।’

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version