যশোর অফিস: যশোরে স্বেচ্ছাসেবকলীগ নেতা আব্দুল মান্নান হত্যা মামলার আসামি যুবলীগ কর্মী সেলিম আহম্মেদকে (৩২) ইট দিয়ে থেঁতলে দিয়েছে দলীয় প্রতিপক্ষের সন্ত্রাসীরা। সেলিমের অবস্থা খুবই আশঙ্কাজনক। তাকে ঢাকায় পাঠিয়েছেন চিকিৎসকরা।
ঘটনাটি ঘটেছে বুধবার সকাল সাড়ে দশটার দিকে শহরের বেজপাড়া হীরা লাইটিং হাউজের পাশে সেলুনের সামনে। সেলিম একই এলাকার গুলুগুল্লার মোড়ের আলী আহম্মেদের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা সাংবাদিকদের জানান, সেলিম বুধবার সকালে বেজপাড়া মেইন রোডে দাঁড়িয়ে ছিলেন। এসময় বেজপাড়া বিহারি কলোনির সোহাগ, সুমন ওরফে পাকা সুমন, সোহেল ও শুকুরসহ ৭-৮ জন মিলে তাকে ধরে ইট দিয়ে মেরে মুখ ও মাথা থেঁতলে দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
যশোর সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোহিত কুমার নাথ বলেন, ‘রসলিম আহম্মেদ সদর উপজেলার যুবলীগ কর্মী। পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে।
হাসপাতালে সার্জারি ওয়ার্ডের সিনিয়র নার্স শান্তি রাণী মিস্ত্রি ডাক্তার ওহেদুজ্জামান আজাদের উদ্ধৃতি দিয়ে বলেন, সেলিমের মুখ এবং মাথা দিয়ে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। তার অবস্থা খুবই আশঙ্কাজনক। তাকে উন্নত চিকিৎসা দিতে ঢাকয় রেফার করা হয়েছে।
কোতয়ালী থানার এসআই তারেক নাহিয়ান বলেন, পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।’
যশোরে হত্যা মামলার আসামিকে ইট দিয়ে থেঁতলে দিয়েছে প্রতিপক্ষ
https://www.facebook.com/dailysuprovatsatkhira/