যশোর অফিস: যথাযোগ্য মর্যাদায় যশোর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। শুক্রবার সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও স্কুল-কলেজের শিক্ষক শিক্ষার্থীরা শহীদবেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর আলোচনা সভা করেছে।
প্রথমে শহরের শংকরপুর শহীদবেদিতে শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা জানান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর শিক্ষাবোর্ড, জেলা প্রশাসন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, সরকারি এম এম কলেজ, সরকারি সিটি কলেজ, জেলা আওয়ামী লীগ, যশোর পৌরসভা জেলা জাসদ, জেলা ওর্য়ারকার্স পার্টি, জেলা যুবলীগ, জেলা শ্রমিকলীগ, জেলা মহিলালীগ, জেলা যুব মহিলালীগ, জেলা ছাত্রলীগসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
শ্রদ্ধা জানানোর পর বিকালে জেলা জাসদের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা অশোক কুমার রায়। পৌর সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা জাসদের সহ-সভাপতি আহসান উল্লাহ ময়না, অ্যাডভোকেট আবুল কায়েস, শরীফ আহমেদ বাপী, মোস্তাফিজুর রহমান বাবর, মতিউর রহমান, কমল চক্রবর্তী, রবিউল ইসলাম, হাফিজুর রহমান ও নাসির উদ্দিন। সরকারি এম এম কলেজে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ প্রফেসর আবু তালেব মিয়। অনুষ্ঠান আহবায়ক প্রফেসর শামীম আরা লুনার সভাপতিত্বে বিশেষ ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর সেখ আবুল কাওসার ও শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর শৈলেশ কুমার রায়। সরকারি সিটি কলেজে অধ্যক্ষ প্রফেসর আবু তোরার মোঃ হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সম্পাদক ড. আনোয়ার হোসেন, সহযোগী অধ্যাপক আব্দুল হালিম, সহকারি অধ্যাপক কার্তিক চন্দ্র দে, সহকারি অধ্যাপক মৃত্যুঞ্জয় বিশ্বাস কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি বিল্লাল হোসেন ও যুগ্ম-সম্পাদক আব্দুল্লাহ বিন জাহাঙ্গীর। যশোর শিক্ষাবোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজে অধ্যক্ষ লে.ক. মহিবুল আকবর মজুমদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ কল্যাণ সরকার, মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, প্রভাষক উম্মে সালমা শিলা ও প্রভাষক আব্দুস সামাদ।
যশোরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন
https://www.facebook.com/dailysuprovatsatkhira/