যশোর অফিস: ভাষা আন্দোলনের সক্রিয় সৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক, সমাজসেবক বিমল রায় চৌধুরী শনিবার সকাল ৯টায় যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় (৯৪) পরলোকগমন করেছেন।
দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন প্রয়াতের ছেলে অনুপ রায়চৌধুরী।
যশোর শহরতলীর বিরামপুরের বিখ্যাত রায়চৌধুরী বংশে ১৯২৫ সালের ২৫ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন বিমল রায়চৌধুরী। তার বাবা সুরে›ন্দ্রনাথ রায় চৌধুরী জমিদার এবং একজন সমাজ সংস্কারক ছিলেন। মা অনিলা রায় চৌধুরী ছিলেন একজন প্রগতিশীল নারী; যিনি গ্রামের মহিলাদের উন্নয়নের লক্ষ্য নিয়ে সূচিশিল্পের প্রশিক্ষণ দিতেন। আদর্শ বাবা-মায়ের কাছ থেকে অনুপ্রেরণা পেয়েই সমাজসেবার কাজ করেন বিমল।
১৯৫২ সালে বিমল রায় চৌধুরী বিবাহবন্ধনে আবদ্ধ হন। কেশবপুর উপজেলার মঙ্গলকোট গ্রামের বিমলকৃষ্ণ ঘোষের মেয়ে শিলা রায়ঘোষকে বিয়ে করেন। তাদের এক ছেলে ও তিন মেয়ে রয়েছে।
বিমল রায়ের মৃত্যুর সংবাদ পেয়ে তার শহরের বেজপাড়ার বাড়িতে যান জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, ন্যাপ কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট এনামুল হক, যশোরের জেলা প্রশাসক আব্দুল আওয়াল, জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম, জাসদ নেতা অশোক রায়, পৌরসভার মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, সাবেক মেয়র মারুফুল ইসলাম প্রমুখ। বিকালে তার প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন যশোরের রাজনীতিক, সামাজিক ও পেশাজীবী নেতৃবৃন্দ। তার আগে প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়।
বিকেল পাঁচটার যশোর নীলগঞ্জ মহাশ্মশানে তার মরদেহ দাহ সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন পৌত্র অতনু রায় চৌধুরী।
এদিকে ভাষা সৈনিক বিমল রায় চৌধুরীর মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা এবং বিদেহী আত্মার শান্তি কামনা করে বিবৃতি দিয়েছেন বিদ্রোহী সাহিত্য পরিষদের সভাপতি অধ্যাপক সামসুজ্জামান, সহ-সভাপতি কাজী রকিবুল ইসলাম, আমির হোসেন মিলন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না, সহ-সম্পাদক নূরজাহান আরা নীতি, সাংগঠনিক সম্পাদক রবিউল হাসনাত সজল, প্রকাশনা সম্পাদক আহমদ রাজু, অফিস সম্পাদক শরিফুল আলম, কোষাধ্যক্ষ আবুল হাসান তুহিন, সোনিয়া আক্তার চাঁপা।
অনুরূপ বিবৃতি দিয়েছেন বিদ্রোহী সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি কবি পদ্মনাভ অধিকারী, মুক্তিযুদ্ধের সংগঠক বিশিষ্ট কলামিস্ট আমিরুল ইসলাম রন্টু।
যশোরে ভাষা সৈনিক বিমল রায় চৌধুরীর মৃত্যু
https://www.facebook.com/dailysuprovatsatkhira/