যশোর অফিস: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরের ৬টি আসনের ২০ দলীয় জোটের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। প্রাথমিকভাবে দেওয়া ১৪ জনের মধ্যে থেকে ছয় জনকে ধানের শীষ প্রতীক দেওয়া হচ্ছে। যার মধ্যে ২টি আসন দুই শরিক দলকে ছেড়ে দেওয়া হয়েছে।
শুক্রবার বিকেলে বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে চূড়ান্ত প্রার্থীদের তালিকা ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ১৪ নেতাকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছিলো।
যশোর-১ আসনে দলটির সাবেক বহিস্কৃত দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, যশোর-২ আসনে সাবেক সংসদ সদস্য জামায়াতে ইসলামের আবু সাঈদ মোহাম্মদ শাহাদাৎ হোসাইন, যশোর-৩ খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ও যশোর-৪ আসনে বাঘারপাড়া উপজেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব। যশোর-৫ আসনে জমিয়তে উলামায়ে ইসলামের একাংশের সভাপতি সাবেক সংসদ সদস্য মুহাম্মদ ওয়াক্কাস এবং যশোর-৬ আসনে বিএনপির কেন্দ্রীয় সদস্য আবুল হোসেন আজাদকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে।
যশোরে ধানের শীষ পেলেন যারা
https://www.facebook.com/dailysuprovatsatkhira/