Site icon suprovatsatkhira.com

মুহাদ্দিস আব্দুল খালেকের নামে ৩৮ মামলা

আরিফুল ইসলাম রোহিত: সাতক্ষীরা-২ আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়নপত্র দাখিলকারী জামায়াত নেতা মুহাদ্দিস মুহাম্মদ আব্দুল খালেকের নামে বিস্ফোরক দ্রব্য ও স্পেশাল পাওয়ারস অ্যাক্টসহ বিভিন্ন ধারায় ৩৮টি মামলা ও চার লাখ ৮৯ হাজার ৮৫৪ টাকার অস্থাবর সম্পদ রয়েছে। এছাড়া তার নামে ৫০ লাখ টাকার স্থাবর সম্পদ রয়েছে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্রের সাথে দাখিলকৃত হলফনামায় তিনি এ তথ্য দিয়েছেন।
কামিল পাশ ও শিক্ষক মুহাম্মদ আব্দুল খালেকের বাৎসরিক আয় ৬ লাখ ৫৯ হাজার ৫৮৭ টাকা।
হলফনামায় তিনি উল্লেখ করেছেন, তার নামে নগদ এক লাখ ১৩ হাজার ৯৭০ টাকা, ব্যাংকে জমা ১৪ হাজার ৩১২ টাকা, ১ লাখ ৩৮ হাজার ৭২ টাকার সঞ্চয়পত্র, ৯৩ হাজার ৫শ টাকা মূল্যের মোটরগাড়ি, ১০ ভরি স্বর্ণ, ৭০ হাজার টাকার ইলেক্ট্রনিক দ্রব্য ও ৫০ হাজার টাকার আসবাবপত্র রয়েছে।
এছাড়া তার নামে স্থাবর সম্পদের মধ্যে ৩০ লাখ টাকা মূল্যের ১২৯ শতক কৃষি জমি, ১০ লাখ টাকা মূল্যের ১০.২ শতাক অকৃষি জমি, ১০ লাখ টাকার দুটি বাড়ি রয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version