বাবুল আক্তার, পাইকগাছা: এবার এক মুমূর্ষু বৃদ্ধ রোগীকে রক্ত দিয়ে আবারও মহানুবতার পরিচয় দিয়েছেন পাইকগাছা থানার ওসি আমিনুল ইসলাম বিপ্লব। এ ধরণের মানবিক কাজের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সাধারণ মানুষের কাছে প্রশংসিত হয়েছেন তিনি। এরআগে তিনি প্রভাবশালীর নিকট থেকে পূর্ণিমা ঋষি নামে হতভাগিনী এক নারীর সম্পত্তি উদ্ধার, বিক্রি করা নবজাতককে মায়ের কোলে ফিরিয়ে দেওয়া ও আলোচিত বৃক্ষ মানবের যাতায়াতের পথের সুব্যবস্থাসহ অসংখ্য পরিবারকে অবরুদ্ধ থেকে মুক্ত করে মানবিকতায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। এ ধরণের কাজের জন্য মানবিক ওসি হিসাবে এলাকায় পরিচিতি লাভ করেছেন তিনি। মানবিক কাজের পাশাপাশি আইন শৃংখলা রক্ষায়ও ওসি আমিনুলের যথেষ্ট দক্ষতা ও সুনাম রয়েছে। এর পাশাপাশি তিনি ভাল একজন কবি হিসাবে এলাকায় পরিচিতি লাভ করেছেন। সর্বশেষ উপজেলার গড়ইখালী ইউনিয়নের পাতড়াবুনিয়া গ্রামের মৃত আহম্মদ মিয়ার হতদরিদ্র ছেলে বৃদ্ধ আব্দুল খালেক শেখ (৭৫) পোস্টেট গ্লান অ্যান্ড হার্ণিয়া রোগের চিকিৎসার জন্য গত শুক্রবার পৌর সদরের ফারিন হসপিটালে ভর্তি হন। সোমবার রাত ৮টার দিকে তাকে অপারেশন করলে রাত ১টার দিকে জরুরী রক্তের প্রয়োজন দেখা দেয়। এ সময় তার স্বজনরা এবি পজেটিভ রক্তের সন্ধানে বেরিয়ে পড়েন এলাকায়। রক্তের কোন সন্ধ্যান না পেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন স্বজনরা। পরে একটি সূত্র থেকে জানতে পারেন থানার এক কনেস্টবলের রক্তের গ্রুপ এবি পজেটিভ। পরে খবর পান ওই কনেস্টবল প্রশিক্ষণের জন্য বাইরে রয়েছেন। এ সময় প্রতিদিনের ন্যায় পেশাগত কাজে জিরোপয়েন্টে অবস্থান করছিলেন থানার ওসি আমিনুল ইসলাম। তিনি মুমূর্ষু রোগীর অবস্থা ও রক্তের গ্রুপ জানতে পেরে সাথে সাথে ছুটে যান ফারিন হসপিটালে। সেখানে গিয়ে নিজে রক্ত দিয়ে মানবিকতায় আবারও অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন ওসি আমিনুল। এ ব্যাপারে হসপিটালের মেডিকেল টেকনোলজিস্ট যুগোল সরকার জানান, এ ধরণের অপারেশনে প্রচুর রক্তের প্রয়োজন হয়। রোগীর স্বজনদেরকে রক্তের কথা বললে তারা কোথাও না পেয়ে হতাশ হয়ে পড়েছিলেন। পরে থানার ওসি রক্ত দিতে আসেন। ওই বৃদ্ধের স্ত্রী ফাতেমা বেগম জানান, জরুরী মুহূর্তে রক্তের সন্ধ্যান না পেয়ে আমরা কান্নায় ভেঙে পড়ি। পরে আল্লাহর অশেষ রহমত থাকায় ওসি সাহেব রক্ত দিতে আসেন। একজন থানার ওসি এতটাই মানবিক হতে পারে এরআগে আমরা কখনো দেখিনি।
মুমূর্ষু রোগীকে রক্ত দিলেন পাইকগাছার ওসি আমিনুল
https://www.facebook.com/dailysuprovatsatkhira/