আশরাফুল ইসলাম, ডুমুরিয়া (খুলনা): খুলনা-৫ আসনের মহজোট প্রার্থী মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি বলেছেন, যারা নাশকতা সৃষ্টি ও মানুষ পুড়িয়ে হত্যা করে তাদেরকে সমাজ থেকে বিতাড়িত করতে হবে। যুদ্ধ অপরাধীরা দেশ ও জাতির শত্রু। তারা দেশের মানুষের কখনো মঙ্গল কামনা করেনি। তাদেরকে মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন ধারাকে অব্যাহত রাখতে নৌকাকে বিজয়ী করতে হবে। দিনব্যাপী ডুমুরিয়া উপজেলার মাগুরখালী ইউনিয়নের গজালিয়া স্কুল মাঠ, আমড়বুনিয়া, কৈপুকুরিয়া স্কুল মাঠ, কাঞ্চননগর মন্দির এলাকায় গণসংযোগ ও পথসভায় প্রধান অথিতির বক্তৃতায় এসব কথা বলেন।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান বিমল কৃষ্ণ সানার সভাপতিত্বে বিভিন্ন পথসভায় বক্তৃতা করেন পরিকল্পনা মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব সরদার ইলিয়াজ হোসেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ডীন: ড. বিশ্বজিৎ চন্দ্র চন্দ, উপজেলা আওয়ামী লীগ নেতা সরদার আব্দুল গণি, ইউনিয়ন সাধারণ সম্পাদক প্রভাষক সরোজ কুমার রায়, ইউপি চেয়ারম্যান সুরঞ্জিত বৈদ্য, সাবেক ইউপি চেয়ারম্যান দ্বীন বন্ধু বালা, শিবপদ মল্লিক, বিধান চন্দ্র, সুকৃতি মন্ডল, বিমল কৃষ্ণ সানা, বিকাশ বৈরাগী, দিপক রায়, মনোজ সরকার, ইউপি সদস্য ইলা রাণী মন্ডল, সমির দে গোরা, মাইকেল রায় প্রমুখ।
ইউপি সদস্য ও ওয়ার্ড বিএনপি নেতা সুভাষ চন্দ মহন্তের নেতৃত্বে একদল বিএনপি নেতাকর্মী মহাজোট প্রার্থী নারায়ণ চন্দ্র চন্দ এমপির হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন। অপরদিকে সদর ১ নং গোলনা ওয়ার্ডের চেয়ারম্যান গাজী হুমায়ুন কবির বুলুর নেতৃত্বে নৌকা প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য অভিজিৎ চন্দ্র চন্দ, ইউপি সদস্য আসলাম খান, রফিকুল ইসলাম খান, তৈয়েবুর রহমান প্রমুখ। দিনব্যাপী মাগুরখালী এলাকায় জেলা ও উপজেলা তাঁতীলীগের নৌকার পক্ষে ভোট চেয়ে গণসংযোগ করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা তাঁতীলীগের সভাপতি সুমন আহমেদ খান, সহসভাপতি রাফেল আহমেদ বাবু, উপজেলা আহাবায়ক মোস্তফা গাজী, স্বপন দেবনাথ প্রমুখ।
মাগুরখালীতে নারায়ণ চন্দ্র চন্দের গণসংযোগ ও পথসভা
https://www.facebook.com/dailysuprovatsatkhira/