মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মণিরামপুরের সদর ইউনিয়ন বিএনপি-জামায়াতসহ অন্যান্য দলের শতাধিক নেতা-কর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) রাতে সদর ইউনিয়নের জালঝাড়া মাদ্রাসা মোড়ে আয়োজিত নৌকা প্রতীকের নির্বাচনী পথসভায় তারা আওয়ামী লীগে যোগ দেন।
ইউনিয়ন বিএনপি নেতা সাহেব আলী ও মাহবুর রহমানের নেতৃত্বে শতাধিক নেতা-কর্মী যশোর-৫ (মণিরামপুর) সংসদীয় আসনের আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী স্বপন ভট্টাচার্য্যরে হাতে ফুলের তৈরি নৌকা তুলে দেন। বিএনপি ছেড়ে আসা মাহবুর রহমান বলেন, বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মতিয়ার রহমানের হাত ধরে এই আসনের আওয়ামী লীগ তথা নৌকার প্রার্থী স্বপন ভট্টাচার্য্যরে হাতে ফুলের নৌকা তুলে দিয়ে আমরা আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগদান করেছি। আগামী ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে এই ইউনিয়নে নৌকা প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে আমরা একযোগে কাজ করবো বলে তিনি অভিমত ব্যক্ত করেন।
এ সময় স্বপন ভট্টাচার্য্য বলেন, বিএনপি-জামায়াতের কাজ হলো সন্ত্রাসী কর্মকান্ড ও বিশৃংখলা সৃষ্টি করা। তারা এখন সন্ত্রাসী দল হিসেবে বিশ্ব দরবারে স্বীকৃত। এসব দলের প্রতি সাধারণ মানুষ তাদের আস্থা হারিয়ে ফেলেছে। তাদের প্রতি আর বিশ্বাস রাখতে পারছে না কেউ। দলের নেতা-কর্মীদের বিপদে-আপদে তারা পাশে থাকে না বা থাকতে চায় না-ছিলও না কখনো। তাইতো বঙ্গবন্ধুর আদর্শের প্রতি আস্থা রেখে আওয়ামী লীগের পতাকাতলে ফিরে আসছেন তারা। যারা ফিরে এসেছেন তাদের আন্তরিকভাবে অভিনন্দন ও সাধুবাদ জানাই। আওয়ামী লীগের নেতাকর্মীরা সুখে-দুঃখে সব সময়ে তাদের পাশে থাকবে।
আওয়ামী লীগে যোগদান কারীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সিদ্দিকুর রহমান, মতলেব হোসেন, মহাতাব আলী, বাবর আলী বাবু, মামুন হোসেন, আ. মজিদ, মাসুদ, জামসেদ, আকবর, কিনা গাজী, আবু মুছা, মোহসিন, আব্দুস সামাদ, মন্টু, সরোয়ার প্রমুখ।
মণিরামপুরে বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মীর আ’লীগে যোগদান
https://www.facebook.com/dailysuprovatsatkhira/