Site icon suprovatsatkhira.com

মণিরামপুরে জনগণের মুখোমুখি এমপি প্রার্থীরা

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: যশোর-৫ (মণিরামপুর) আসনের প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীর এক মঞ্চে এসে জনগণের মুখোমুখি হয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনসহ নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানিয়েছেন। বুধবার (২৬ ডিসেম্বর) বেলা ১১টায় মণিরামপুর পৌরসভা প্রাঙ্গণে সুজন-সুশাসনের জন্য নাগরিক ও স্থানীয় পিস পেসার গ্রুপ (পিপিজি) আয়োজিত জনগণের মুখোমুখি অনুষ্ঠানে উপস্থিত প্রার্থীগণ এ আহবান জানান।
সুজন-সুশাসনের জন্য নাগরিক ও পিস প্রেসার গ্রুপ (পিপিজি) আয়োজনে এবং মিডিয়া পার্টনার মণিরামপুর প্রেসক্লাবের সহয়োগিতায় অনুষ্ঠিত এ জনগণের মুখোমুখি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সুজনের প্রধান উপদেষ্টা অরুণ কুমার নন্দন। অনুষ্ঠানে আসন্ন সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে জনগণের সরাসরি প্রশ্নের উত্তর প্রদান করেন জাতীয় পার্টির প্রার্থী এমএ হালিম (লাঙল মার্কা), ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ইবাদুল ইসলাম খালাসী মনু (পাখা মার্কা), জাতীয় গণতান্ত্রিক পার্টির প্রার্থী নিজামদ্দীন অমিত (হুক্কা মার্কা) ও জাকের পার্টির প্রার্থী রবিউল ইসলাম (গোলাপ ফুল মার্কা)।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সুজন মণিরামপুর উপজেলা কমিটির সভাপতি অধ্যাপক আব্বাস উদ্দীন। শুভেচ্ছা বক্তব্য রাখেন মণিরামপুর প্রেসক্লাবের সভাপতি ফারুক আহাম্মেদ লিটন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সুজন সচিবালয়ের প্রতিনিধি খোরশেদ আলম ও অধ্যাপক আব্দুল আলিম।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version