মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মণিরামপুর উপজেলার সরসকাটি গ্রামে এসএসসি পরীক্ষার্থী শিমুল হোসেনকে কুপিয়ে ও গলা কেটে হত্যার ঘটনায় আসামি অজ্ঞাত করে মামলা করেছেন নিহতের পিতা রফিকুল ইসলাম। এসআই রবিউল ইসলামকে এ মামলার তদন্তকারী কর্মকর্তা নিযুক্ত করা হয়েছে। তবে কি কারণে এমন নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছে ঘটনার দুই দিন পার হলেও পুলিশ ও নিহতের পরিবারের পক্ষ থেকে তা নিশ্চিত করা সম্ভব হয়নি। এ ঘটনায় এখনো পর্যন্ত কেউ আটক হয়নি।
মামলার এজাহারে বাদী উল্লেখ করেছেন, ঘটনার দিন সন্ধ্যার দিকে তার ছেলে শিমুল বন্ধুদের সাথে নিজ এলাকার কপোতাক্ষ নদের পাড়ে পিকনিক শেষে রাত ৮ টার দিকে বাড়িতে ফিরে আসে। এদিন রাত সাড়ে ৯ টার দিকে কে বা কারা তাকে মোবাইল ফোনে ডেকে নিয়ে যায়। এরপর সে আর বাড়িতে ফেরেনি। পরেরদিন মঙ্গলবার সকালে খবর আসে তার ছেলে শিমুলের লাশ নিজ গ্রামের একটি মাঠের মধ্যে পড়ে আছে। উল্লেখ্য, গত মঙ্গলবার দুপুরে মণিরামপুর সার্কেলের সহকারি পুলিশ সুপার রাকিব হাসানসহ পুলিশের অন্য কর্মকর্তারা খবর পেয়ে ওই মাঠ থেকে লাশ উদ্ধার করে। ময়না তদন্ত শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় বলে।
মণিরামপুরে এসএসসি পরীক্ষার্থী হত্যা ঘটনায় মামলা
https://www.facebook.com/dailysuprovatsatkhira/