বেনাপোল থেকে এম ওসমান: সিলেটের তামাবিল শুল্ক স্টেশনে কাস্টমস কার্যক্রমে বাধা ও কাস্টমস কর্মকর্তাদের লাঞ্ছিত করার ঘটনায় দায়ী বিজিবি সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ও তিন দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে রবিবার সকালে বেনাপোল কাস্টমস হাউজের সামনে প্রতিবাদ কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ করেছে খুলনা-মংলা, যশোর-বেনাপোল কাস্টমস এক্সাইজ অ্যান্ড ভ্যাট এক্সিকিউটিভ অফিসার্স অ্যাসোসিয়েশন (খুকাএভ) ও বেনাপোল কাস্টমস হাউস এক্সিকিউটিভ অফিসার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা। এক ঘণ্টার প্রতিবাদ কর্মসূচি পালনের সময় বেনাপোল বন্দরের সাথে ভারতের পেট্রাপোল বন্দরের সকল প্রকার আমদানি-রফতানি বাণিজ্য ও বেনাপোল কাস্টমস ও বন্দরের কার্যক্রম বন্ধ ছিল। এ কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করেছে বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ এমম্পয়ীজ ইউনিয়ন, বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন ও সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশন।
প্রতিবাদ কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন খুকাএভের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন, বেনাপোল কাস্টমস হাউস এক্সিকিউটিভ অফিসার্স এসোসিয়েশনের কর্মকর্তা রাজস্ব অফিসার মৃনাল কান্তি, বেলাল হোসেন, শুভাসিস মোদক, নমিতা রানী, কামরুজ্জামান, হাবিবুর রহমান, নুর মোহাম্মাদ, ছমির হোসেন, হুমায়ন কবির, সহকারী রাজস্ব কর্মকর্তা বিশ্বনাথ কুন্ডু, নাদিম আহম্মেদ, বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এমদাদুল হক লতা, বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ এমম্পয়ীজ ইউনিয়নের সহ-সভাপতি মনির হোসেন মজুমদার, সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন।
এ সময় বক্তারা তিন দফা দাবি তুলে ধরেন।
বেনাপোল বন্দরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
https://www.facebook.com/dailysuprovatsatkhira/