Site icon suprovatsatkhira.com

বিশ্ববিদ্যালয় স্থাপন ও শিক্ষার্থীদের জন্য বাস সার্ভিস চালুর অঙ্গীকার চাই: নুরুজ্জামান হোসেন, শিক্ষার্থী, কালিগঞ্জ

শাওন আহমেদ সোহাগ: অাসন্ন নির্বাচনে দলগুলোর ইশতেহার হোক নাশকতা, সহিংসতা, মানুষ মারা কর্মকান্ড পরিহারের- এই আহবান জানিয়ে রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র নুরুজ্জামান হোসেন বলেন, শিক্ষা খাতে খরচ কমিয়ে এনে ছাত্র-ছাত্রীদের আরো বেশি বেশি বৃত্তি প্রদান করতে হবে। প্রতিটি ক্যাম্পাস হোক জঙ্গী, সন্ত্রাস ও মাদকমুক্ত। খেলাধুলার জন্য মাঠগুলো সম্প্রসারণ ও খেলার উপকরণ সরবরাহ করতে হবে। আইসিটি বিশ্ববিদ্যালয় স্থাপন ও ইউনিয়ন পর্যায়ে গ্রন্থাগার স্থাপন করার মাধ্যমে সংস্কৃতি চর্চা বৃদ্ধি করতে হবে। ছাত্র-ছাত্রীদের যাতায়াতের সুবিধার্থে বাস সার্ভিস চালু করতে হবে। পাবলিক পরীক্ষার জন্য এলাকাভিত্তিক কেন্দ্র স্থাপন করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে ডিজিটাল কর্নার স্থাপন করা দরকার। লেখাপড়ার পাশাপাশি ন্যাশনাল সার্ভিস সাভিসের মত আরো অনেক কর্মসূচি গ্রহণ করতে হবে। ঘুষ ও দুর্নীতি পরিহার করে মেধার ভিত্তিতে চাকুরীর ব্যবস্থাই হোক নির্বাচনী ইশতেহার।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version