Site icon suprovatsatkhira.com

বিজয় ৭১: মুক্তিযুদ্ধে সাতক্ষীরা

(গতকালের পর) এই যুদ্ধে অংশ নেন কমান্ডো আলী আশরাফ, বজলুর রহমান, খলিলউল্লাহ, সৈয়দ আকরাম, আরজ আলী, মাহফুজুল হক, জিএমএ গাফ্ফার, বিশ্বনাথ পালিত, আ. হাকিম, শেখ সেলিম, নূরুল ইসলাম, জবেদ আলী, জিএমএ রহিম, ইমাম বারী, এমদাদুল হক, আ: জলিল, প্রফুল্ল, সুবোধ কুমার, শমসের আলী, মুজিবর রহমান, শেখ আ. কাদের, জবেদ আলী, হুমায়ুন কবীর, যোয়াদুর রসূল, আলফাজউদ্দিন, ডা. রুহুল হক, শফিক আহমদ, আ. সাত্তার, জহুরুল হক, মনসুর আহমদ মাঝি, রুহুল আমিন, গোলাম মোস্তফা, এ. মালেক, আমিনুর রহমান, সামসুল হক ও আ. হামিদ।
চাড়পা রাজাকার ঘাঁটি পুনর্দখল: ২৯ অক্টোবর এই দল আরও সুসজ্জিত হয়ে আশাশুনি থানার পার্শ্ববর্তী নদীর বিপরীত পাড়ে চাপড়া গ্রামে পাকবাহিনীর দোসর আতিয়ার এবং মতিয়ারের বাড়িতে অবস্থানকারী রাজাকার ঘাটির উপর প্রচ- আক্রমণ পরিচালনা করেন (চলবে)। (সূত্র: জেলা প্রশাসনের তথ্য বাতায়ন)

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version