ডিসেম্বর ৯, ২০১৮
পাইকগাছায় ৫ নারীকে জয়িতা সম্মাননা প্রদান
পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় র্যালি, আলোচনা সভা ও জয়িতা সম্মাননা প্রদানের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক দপ্তরের যৌথ উদ্যোগে রোববার সকালে এ উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র্যালি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি অফিসার এএইচএম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ‘নারীর কথা শুনবে বিশ্ব, কমলা রঙে নতুন দৃশ্য’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মনিরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন, অধ্যক্ষ রবিউল ইসলাম, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রশান্ত কুমার রায়, পরিসংখ্যান কর্মকর্তা মোজাফফর হোসেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা আলী নূর হোসেন, শফিকুল ইসলাম কচি। প্রভাষক বজলুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল আজিজ, প্রভাষক ময়নুল ইসলাম, নাসরিন আরা, মোনালিসা, বিপাসা রায় ও ফারজানা হীরা। 8,617,566 total views, 9,223 views today |
|
|
|