পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছা সরকারি কলেজ ও ফসিয়ার রহমান মহিলা কলেজে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে শুক্রবার সকালে পাইকগাছা সরকারি কলেজ মিলনায়তনে অধ্যক্ষ মিহির বরণ মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, সহকারী অধ্যাপক প্রশান্ত কুমার বৈদ্য, শেখ রফিকুল ইসলাম, আমান উল্লাহ, প্রভাষক তরুণ কান্তি মন্ডল, মাসুদুর রহমান মন্টু, সাইদুর রহমান, আসমা আক্তার, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল আজিজ, যুগ্ম-সম্পাদক এন ইসলাম সাগর, শিক্ষার্থী জাকির হোসেন ও এরশাদ।
এদিকে ফসিয়ার রহমান মহিলা কলেজ মিলনায়তনে অধ্যক্ষ রবিউল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক শেখ রুহুল কুদ্দুস, সুধাংশু মন্ডল, হোসনেয়ারা খানম, মুসফেকা হুমায়ুন কবির পিন্টু, প্রভাষক গাজী নূর মোহাম্মদ, ময়নুল ইসলাম, শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস তিশা, সেজুতি আক্তার সেতু, লোনা আফসারী ইতি ও ফারহানা আক্তার তন্নি। আলোচনা সভার শুরুতেই শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
পাইকগাছায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন
https://www.facebook.com/dailysuprovatsatkhira/