পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছা-কয়রার ১৮ দফা উন্নয়নের চিত্র তুলে ধরে সংবাদ সম্মেলন করেছেন খুলনা-৬ আসনে আওয়ামী লীগ মনোনীত এমপি প্রার্থী আক্তারুজ্জামান বাবু।
বৃহস্পতিবার বিকেলে পাইকগাছা প্রেসক্লাব মিলনায়তনে এমপি প্রার্থীর পক্ষে প্রতিশ্রুতি আকারে উন্নয়নের চিত্র লিখিত বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট ও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক গাজী মোহাম্মদ আলী। ১৮ দফা উন্নয়নের মধ্যে রয়েছে আলোচিত পাইকগাছা শিববাটী ও কয়রার চাঁদআলী ব্রীজের টোল ফ্রি, দুই উপজেলার সুন্দরবন সংলগ্ন এলাকাকে পর্যটন কেন্দ্র ঘোষণা, শিবসা-কপোতাক্ষসহ বিভিন্ন নদ-নদী ও খাল খনন, দুই উপজেলায় দুটি আধুনিক মানের শিশু পার্ক নির্মাণ, প্রধান সড়ক চার লেনে উন্নীতকরণ, পাওয়ার গ্রীড স্থাপন, কারিগরি মহাবিদ্যালয় প্রতিষ্ঠা, ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ পুনঃনির্মাণ, বিসিক শিল্পনগরী স্থাপন, নারীর ক্ষমতায়ন, মা ও শিশু হাসপাতাল স্থাপন, প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ ও উপজেলা পর্যায়ে স্টেডিয়াম নির্মাণ।
এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপু, হেমেশ চন্দ্র মন্ডল, এসএম রেজাউল হক ও শিহাব উদ্দীন ফিরোজ বুলু।
পাইকগাছায় নৌকা প্রতীকের সংবাদ সম্মেলন
https://www.facebook.com/dailysuprovatsatkhira/