পাইকগাছা প্রতিনিধি: খুলনার পাইকগাছায় নিরাপদ সড়ক চাই নিসচা’র সংগ্রাম, সাফল্য ও গৌরবের ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রজত জয়ন্তী উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে নিসচা দক্ষিণাঞ্চল শাখার উদ্যোগে র্যালি, আলোচনা সভা ও পদক বিতরণের আয়োজন করা হয়। শনিবার বিকালে এক বর্ণাঢ্য র্যালি বাণিজ্যিক শহর কপিলমুনির প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাজার চত্বরে নিসচা’র সভাপতি এইচএম শফিউল ইসলামের সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর।
বিশেষ অতিথি ছিলেন থানার ওসি আমিনুল ইসলাম বিপ্লব, কপিলমুনি ফাঁড়ির পুলিশ পরিদর্শক সঞ্জয় দাশ, উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর উদয় মন্ডল, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল আজিজ, এসআই বাবুল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী বিপ্লব কুমার সাধু, অধ্যাপক তাপস কুমার সাধু।
বক্তব্য রাখেন শেখ আনারুল ইসলাম, সাংবাদিক একে আজাদ, পলাশ কর্মকার, মোসলেম উদ্দীন দয়াল, শংকর সাধু, মানিক লাল সিংহ, হারুন অর রশিদ, সাকিব হোসেন, পার্থ হালদার, আল-আমিন হাজরা।
অনুষ্ঠানে ১১ জন গুণি ব্যক্তিকে জাহানারা কাঞ্চন স্মৃতি পদক প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতেই জাহানারা কাঞ্চনসহ সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
পাইকগাছায় নিসচা’র রজত জয়ন্তী উদযাপিত
https://www.facebook.com/dailysuprovatsatkhira/