Site icon suprovatsatkhira.com

নৌকা প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে বোয়ালিয়ায় কর্মী সম্মেলন

হাবিবুর রহমান, কেঁড়াগাছি (কলারোয়া): আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে কলারোয়ার বোয়ালিয়া কলেজ মোড় প্রাঙ্গণে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় কেড়াগাছি ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এসএম আফজাল হোসেন হাবিলের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মদ স্বপন।
বিশেষ অতিথি ছিলেন, ইউপি সদস্য নজরুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদর্শক শাহিনুর রহমান ও ইউপি সদস্য আবুল কাশেম।
এ সময় প্রধান অতিথি বলেন, শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে। বহিঃবিশ্বের কাছে আমাদের দেশ উন্নয়নের রোল মডেল। উন্নয়নের এধারা বজায় রাখতে শেখ হাসিনার বিকল্প নেই। দেশে জামায়াত-বিএনপিকে আর কোন সহিংসতা করতে দেওয়া হবে না। ১৩-১৪ সালের মত জালাও পোড়াও নাশকতা করতে দেওয়া হবে না। অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ ও বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে আবারো নৌকা প্রতীককে বিজয়ী করতে হবে।
এজন্য নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান তিনি।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version