Site icon suprovatsatkhira.com

নওয়াপাড়ায় ফায়ার সার্ভিসের সচেতনতা মূলক মহড়া

অভয়নগর (যশোর) প্রতিনিধি: নওয়াপাড়ায় ফায়ার সার্ভিস জনসচেতনতামূলক মহড়া প্রদর্শন করেছে। গতকাল বৃহস্পতিবার নওয়াপাড়া বাজারে এলবি টাওয়ারের সামনে উন্মুক্ত প্রদর্শনে অগ্নি-নির্বাপণ, উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক পথসভা অনুষ্ঠিত হয়।
নওয়াপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার খান এহসান-উল আলমের নেতৃত্ব ১৭ জন ফায়ার সার্ভিসের সদস্য বিভিন্ন ধরনের উদ্ধার অভিযানের বাস্তব চিত্র সাধারণ জনগণের সামনে উপস্থাপন করেন। উদ্ধার কাজে ব্যবহৃত যন্ত্রপাতি এবং কাজগুলো কিভাবে করা হয়, কিভাবে একজন দুর্ঘটনায় আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এয়ারভ্যান্ডিলেশন ফ্যান, রোটারী হ্যামারি ড্রিল, সেইনসোর, চিপিং হ্যামার ড্রিল ও রোটারী রেসকিউসো মেশিন দিয়ে কি ধরনের উদ্ধার কাজ করা যায় তার ধারণা দেওয়া হয়। প্রদর্শনীতে কিভাবে একজন আহত মানুষকে আটকা পড়া ঘর থেকে উদ্ধার করা হয়, তার প্রামাণ্য চিত্র বাস্তবে দেখানো হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version