Site icon suprovatsatkhira.com

ডুমুরিয়ার স্কুলে বিজয় দিবস পালন না করায় অভিভাবক মহলে ক্ষোভ

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: ডুমুরিয়ায় প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে মহান বিজয় দিবস উদযাপন না করার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে বিদ্যালয়র ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে জেলা শিক্ষা অফিসে লিখিত অভিযোগ করেছেন একাধিক অভিভাবক। ঘটনাটি ঘটেছে উপজেলার ভান্ডারপাড়া আশ্রায়ণ প্রকল্প সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
অভিযোগ সূত্রে জানা যায়, ভান্ডারপাড়া আশ্রায়ণ প্রকল্প সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পিপলু রাণী হালদার দিবসটি উদযাপনের জন্য শিক্ষক, ছাত্র-ছাত্রী,অভিভাবক ও ম্যানেজিং কমিটির কাউকে কিছু না জানিয়ে বা আহবান না করে রীতিমত বাড়িতে বসে ছুটি ভোগ করেন। বিদ্যালয়ে উত্তোলন করা হয়নি জাতীয় পতাকাও। বিষয়টি স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীর দৃষ্টিগোচর হলে শুরু হয় নানা সমালোচনা। এক পর্যায়ে বিষয়টি প্রধান শিক্ষককে অবহিত করলে তিনি সকাল ৯টারও পরে এক শিক্ষককে ফোন দিয়ে তড়িঘড়িভাবে পতাকা উত্তোলন করেন। কিন্তু সেটি যথাযথ সময়ে না নামিয়ে পরের দিন সকালে নামানো হয়। এনিয়ে ছাত্র-শিক্ষক ও অভিভাবক মহলে ব্যাপক ক্ষোভ ও সমালোচনার ঝড় ওঠে। এর আগে এই প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৮টি অভিযোগ এনে অভিভাকের পক্ষ থেকে জেলা শিক্ষা অফিসে একটি অভিযোগ করা হয়। যা তদন্তে গত ৬ ডিসেম্বর তাকে জেলা শিক্ষা অফিসে তলব করা হয়। এ বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক পিপলু রাণী হালদার বিষয়টি অস্বীকার করে বলেন পতাকা উত্তোলন করা হয়েছিল কিন্তু একটু দেরিতে। এ প্রসংগে জানতে চাইলে জেলা শিক্ষা অফিসার রমেন্দ্রনাথ পোদ্দার বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version