Site icon suprovatsatkhira.com

খুলনায় ভারতীয় প্রতিষ্ঠানের কর্মকর্তাকে কুপিয়ে হত্যা

খুলনা প্রতিনিধি: খুলনা মহানগরীর শিরোমণির বিসিক এলাকায় ভারতীয় কোম্পানি সুগানা পোল্ট্রি ফিডের ডিপোর সহকারী ব্যবস্থাপক এমডি তানভীর শান্তকে (৩০) কুপিয়ে হত্যা করা হয়েছে। দুষ্কৃতকারীরা শান্তকে হত্যার পর ডিপোর গোডাউনের অফিসের ক্যাশ থেকে দেড় লাখ টাকা নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২৮ ডিসেম্বর) সকাল ১০টার দিকে শান্তর মরদেহ উদ্ধার করে পুলিশ। শান্তর বাড়ি যশোরের ঝিকরগাছা থানার কৃষ্ণনগর গ্রামে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মুখপাত্র অতিরিক্ত উপ-কমিশনার সোনালী সেন জানান, হত্যাকান্ডের কারণ অনুসন্ধান চলছে। প্রাথমিকভাবে ঘটনাস্থলে তাস খেলার আলামত পাওয়া গেছে।
ডিপোর ম্যানেজার মামুনুর রহমান জানান, পাঁচ-ছয় মাস আগে কোম্পানি শান্তকে নিয়োগ দিয়ে এই ডিপোতে পাঠায়। তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় কাজ শেষে রূপসায় চলে যান। সকালে এসে ডিপোর প্রধান ফটকে দুটি তালার পরিবর্তে একটি তালা লাগানো দেখেন। পরে পেছনের দরজা দিয়ে তারা বিছানায় শান্তকে ধারালো অস্ত্রের আঘাতে মৃত অবস্থায় দেখতে পান।
তিনি আরও জানান, নির্বাচন উপলক্ষ্যে ব্যাংক বন্ধ থাকার কারণে মালামাল লোড-আনলোড করার জন্য শ্রমিকদের পারিশ্রমিক বাবদ বৃহস্পতিবার ফুলবাড়ীগেট পূবালী ব্যাংক থেকে দেড় লাখ টাকা তোলা হয়েছিল।
ডিপোর শ্রমিকরা জানান, শুক্রবার সকাল ১০টায় ডিপোতে মাল আনলোড করার জন্য একটি ট্রাক আসে। তখন শ্রমিকরা তানভীরকে ডাকে। কিন্তু কোনও সাড়া পায় না। এ অবস্থায় তারা ডিপোর ম্যানেজার মামুনুর রহমানকে মোবাইলে বিষয়টি জানান। মামুন ডিপোতে এসে প্রধান ফটকে দুটি তালার পরিবর্তে একটি তালা লাগানো দেখেন৷ এরপর পেছনের দরজা ধাক্কা দিলে খুলে যায়। পরে শান্তর মৃতদেহ দেখেন তিনি। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version