Site icon suprovatsatkhira.com

খুলনায় এনইউবিটি’র আমেরিকান কর্নারে সু-শাসন বিষয়ক সংলাপ

নর্দান ইউনিভার্সিটি অব বিজনেজ অ্যান্ড টেকনোলজি, খুলনাতে অবস্থিত আমেরিকান কর্নারের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে সু- শাসন বিষয়ক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
সংলাপে অংশ নেন সনাক-খুলনার সভাপতি প্রফেসর আনারুল কাদির, খুলনা প্রেসক্লাবের সভাপতি ও ইউ.এস স্টেট অ্যালামনাই ফারুক আহমেদ, ইউ.এস অ্যাম্বাসির প্রোগ্রাম অফিসার জনাথন গোমেজ, এনইবিটি খুলনার রেজিস্ট্রার প্রফেসর আব্দুল মতিন ও আইন বিভাগের বিভাগীয় প্রধান রাজীব হাসনাত শাকিল।
বক্তারা বলেন, দেশে সু-শাসন প্রতিষ্ঠিত না হলে সার্বিক উন্নয়ন ব্যাহত হয়। এজন্য সুশাসন প্রতিষ্ঠা জরুরী। সুশাসনের মধ্যদিয়েই সার্বিক কল্যাণ অর্জিত হয়।
সংলাপে আমেরিকান কর্নার খুলনার কো-অর্ডিনেটর ফারজানা রহমানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রক্টর, বিভাগীয় প্রধানগণ ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সংলাপের সার্বিক সহযোগিতার ছিলেন এনজিও রূপান্তর। প্রেস বিজ্ঞপ্তি

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version