কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে খলিল মন্ডল (৫০) নামে এক আনসার ভিডিপি কমান্ডারকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২৯ ডিসেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের ফারাকপুর গ্রামে এ হত্যাকান্ড ঘটে। দৌলতপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাহেব আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত খলিল ফারাকপুর গ্রামের সুজান মন্ডলের ছেলে। উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হামিদা পারভীন জানিয়েছেন, খলিল আনসার-ভিডিপির ফারাকপুর গ্রাম কমান্ডার ছিলেন।
পুলিশ জানায়, আসন্ন সংসদ নির্বাচনে আনসার ভিডিপি হিসেবে তালিকাভুক্ত না করায় একই গ্রামের আজের আলীর ছেলে জাদু শনিবার সকালে খলিলের ওপর চড়াও হয়। প্রথমে কিল-ঘুষি ও পরে গলায় মাফলার পেঁচিয়ে শ্বাসরোধ করে জাদু পালিয়ে যায়। দ্রুত তাকে দৌলতপুর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।
কুষ্টিয়ায় আনসার ভিডিপি কমান্ডারকে হত্যা
https://www.facebook.com/dailysuprovatsatkhira/