জল জ্যোৎস্নার দিনে রোদের দৃশ্যমান শরীর নেই
ধবল কুয়াশার গান বেজে যাচ্ছে হীম পরীর ঠোঁটে,
শিশির ঘামে ইজিবাইকের চাকায় ভিজে যাচ্ছে সড়ক।
সোলারের ডিশে তৈরি হচ্ছে আঁধার।
পারত পক্ষে বাতাসও আর বসে নেই হীম হৃদযন্ত্র নিয়ে
আকাশের চির চেনা গালে এঁকে দিচ্ছে শীত চুম্বন।
ওদিকে ক’দিন আগে বৃক্ষাবাস থেকে ভেঙে গেছে পাতার সংসার
ন্যাড়া গাছে তবু বাধা আছে শালিকের ঘর।
আবার কোকিলের দাম্পত্য শেষে পাখি শিশুর হবে অন্নপ্রাশন।
তার আগে অবশ্য একবার আম্র মুকুলের সাথে প্রবল ঝগড়া হবে কুয়াশার
আর ভিজে ভিজে পরীর গানে করতালি দেবে সরিষা ফুল।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/