Site icon suprovatsatkhira.com

কবিতা: স্বাধীনতার তৃতীয়-ধাপ

আমি স্বাধীনতার বর্ণমালা
বুনেছি বুকের মাঠে।
আমি স্বাধীনতার জলের জ্বালায়
বসে আছি দূর ঘাটে।

আমি কখন কৃষাণ চাষ করি ভূই
গাঙের নাও-য়ে মাঝি হয়ে রই।
স্বাধীন-শ্বাসে মুক্তবাতাসে
বাউল বেসে, বাংলার গান গাই।

আমি স্বাধীনতার ফসলগুলো
ফলাবো নূতন ভাবে।
চিরস্থির স্বাধীন থাকবে চিরদিন
দেখি কে আসে লুণ্ঠিতা হয়ে কবে।

আমি বীর-বাঙালির স্বপ্নপ্রকাশ
নৃত্য-ছন্দে আকাশ বাতাস।
আমি বিদ্রোহী সুর প্রলয় ঝংকার
করব ধ্বংস হায়েনা ডংকার।

আমি স্বাধীনতার সুর ধরে টান
গেয়ে যাবো গান ভেঙে অভিমান।
ভাংবো রুদ্ধকারার তালা
বাঙালিপাবে মুক্ত প্রাণ থাকবেনা কোন জ্বালা।

আজ বিশ্ব-মঞ্চে নিশান উড়ে
দোদুল্য ইতিহাস বাংলার।
আজও স্বাধীন প্রাণে অশ্রুঝরে
ভরা আনন্দে আমজনতার।

যুদ্ধজয়ের স্বপ্ননিয়ে এগিয়ে
দেখেছে বিশ্বময়।
বীর-বাঙালি অজয় সাধন
নির্ভয় নির্ভয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version