Site icon suprovatsatkhira.com

কবিতা: মহাকাল আমাকে কাদাঁয়

কালের হল কি আজি
সে কেন নিথর আছে দাড়িয়ে,
সময়ের ভাল বন্ধু ছিলাম
একসাথে পথ চলেছি
কখনো আলোর গতি
কখনো গতি ছিল কচ্ছপের,
সুখেরা তাকে দিয়েছে ফাঁকি
হতাশা, জ্বরা-হীনতা তাকে দিয়েছি উপহার
তবুও আমার পথের-
কত কাঁটা দিয়েছে সরিয়ে,
সূদীর্ঘ পথ দিয়েছি পাড়ি তার সাথে
অবিরাম পথ চলায়,
মহাকাল আমাকে কাদাঁয়।
কি করে পাড়ি দেব-
ঐ দূর লক্ষ্যে, অলক্ষ্যে,
মহাকাল দাড়িয়ে আছে ঠাই
শূলে বিধেঁ আমার এ বক্ষে,
নিঃশ্বাস যায় বুঝি থেমে
মৃত্যু উকিঁ দেয় দরজাতে
আমাকে তুলে নেয় না সে বুকে,
অতীতের সুখেরা পতঙ্গের মত
আমাকে জড়ায়,
মহাকাল আমাকে কাদাঁয়।
পাহাড় কেটে একদা ঝর্ণা
নেমেছিল সুমধুর সুরে,
জলের স্পন্দন নেই আজ
মৃত বদনেও শুকনো অশ্রু
পাথর জড়িয়ে আছে বাহুডোরে,
একটু জ্বালানি দাও, দাও জ্বলতে মোরে
নহে জল দাও বুকে,
জ্বলার আশায়, জ্বলে না তবু
দিল না কেউ তারে যতনে নিভায়ে

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version