লাখো শহীদের মেলে নাকো দেখা, লাখো প্রাণের বিনিময়ে ‘বিজয় দিবস’ লেখা। বিজয়ের স্বপ্ন ছিল বাঙালির প্রাণে, অনন্তকাল রবে বাংলায় কবিতা আর গানে। এই বাংলায় হানলো যারা মা-বোনদের মান, অনন্তকাল করবো নাকো তাদের সম্মান। আসছে যখন বিজয় দিবস প্রত্যাখ্যান করি তাদের, বাংলাদেশ বিজয়ে বাঁধা দেওয়াতে হাত ছিল যাদের। বিজয়ের নয়টি মাসের গল্প, পাক সেনাদের করতে ঘায়েল প্রাণ খসেনিকো অল্প। স্বাধীনতা বিজয়ে পাই যে খুঁজে বীর শহীদের মান, আকাশ ছোঁয়া হৃদয় কাড়া মানবতার গান।
8,579,239 total views, 7,009 views today