(ক)
ন্যায়-নীতি আজ উঠে গেছে
আছে শুধু বোল
সত্যর মায়ে কান্দে বসে
নিয়ে শূন্য কোল।
(খ)
মিথ্যারা আজ রাজ্য চালায়
শক্ত বাহুর বলে
গরীব-দুঃখির বুক ভেসে যায়
অথই চোখের জলে।
(গ)
মানবতা মান হারিয়ে——–
লাজে লুকায় মুখ
অত্যাচারী মানুয়েরা———
আগলে চলে বুক।
(ঘ)
দেশের আইন অন্ধ কালা
বে-আইনের কাছে
অবিচার তাই মুক্ত হাওয়ায়
কোমর দুলায় নাচে।
(ঙ)
দুর্নীতি যে দিনে-দিনে——-
আকাশ ছুতে চায়
সরকারি সব দফতরেতে
তারে দেখা যায়।
(চ)
স্কুল, কলেজ, হাসপাতালে
সব খানেতে ঘুষ
অর্থ লোভে সবার যেন
হারায় যাচ্ছে হুঁশ।
(ছ)
বিত্তশালী লোকেরা আজ
সবার ভগবান
তাদের বলে চলছে যে তাই
দেশের বর্তমান।।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/