সাহিত্যিক ওয়াজেদ আলী স্মরণে,
ফুল দিতে এসেছি তার চরণে,
মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে আজ,
অধিক পছন্দ আমাদের সাহিত্য কাজ।।
বাওড়ের কলকল ধ্বনির শব্দে,
মেতে ওঠেন তিনি সকল আনন্দে,
মনের সুখে লেখেন কবিতা,
কতো সুন্দর ছিলো সেই সবিতা।।
সাহিত্যে জয় করেন নিজেকে,
আপ্রাণ চেষ্টা আর ধৈর্য দিয়ে,
সু-সাহিত্যিক হতে করেছেন প্রাণপণ তপস্যা,
আমরা দেখিনি তার একটুও আপছা।।
মনে প্রাণে বিশ্বাসে করেছিলেন লালন,
আজ যে তার মৃত্যুবার্ষিকী পালন,
আমরা সবাই দেই তাকে সংবর্ধনা,
হৃদয় মাঝে কতো স্বপ্নের আনাগোনা।।