আমার জন্য কষ্ট পাবে না
আমি নিলীমা থেকে নীল খুঁজে
গহীন অরণ্য থেকে সবুজ নিয়ে
নীল নদের গভীরতা থেকে
হিমালয়ের বিশালতা খুড়ে
আমার চেতনার দ্বীপ জ্বালিয়েছি।
এক সমুদ্র কষ্ট
আমাকে ছুঁয়ে গেলেও তুমি কষ্ট পাবে না
বিষণœ বাতাস আমার মন নিয়ে খেলা করলে
হৃদয় ভাঙ্গার গান
যদি বিরহী চাতক আমার শুনিয়ে চলে
নিশি রাতে তবুও তুমি কষ্ট পাবে না।
অবসর যাপনে
যদি কাক্সিক্ষত স্বস্তি না মেলে
দিগন্ত থেকে দিগন্তে যদি ছুটে চলে মন ভ্রমরা
তবুও তুমি আমার জন্য কষ্ট পাবে না।
তোমার চোখের কোণে কোন অশ্রু বিন্দুতে আমার নাম লিখ না
কোন তপ্ত দীর্ঘশ্বাসে হৃদয়ের জমিনে আমার নাম লিখ না।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/