নর্দান ইউনিভাসির্টি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনাতে ২য় বারের মত অনুষ্ঠিত হলো পৃথিবীর সর্ববৃহৎ স্টার্টআপ প্রতিযোগিতা হল্টপ্রাইজ ২০১৯ এর অন ক্যাম্পাস ফাইনাল। প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন বিভাগের ২০টির অধিক দল অংশগ্রহণ করে। বিভিন্ন ধাপে বাছাই শেষে ৬টি দল ফাইনালে তাদের আইডিয়া উপস্থাপন করার সুযোগ পায়। এ বছরের প্রতিযোগিতার প্রতিপাদ্য বিষয় ছিল ‘বেকারত্ব সমস্যা দূরীকরণ’ যেখানে ১০ বছরে ১০ হাজার লোকের কর্মসংস্থান সৃষ্টি করাই ছিলো মূল লক্ষ্য।
বেকারত্ব দূরীকরণের বিভিন্ন সমস্যা ও তার সমাধান উল্লেখ করে এই ৬টি দল। এদের মধ্যে বিজয়ী হয় জেফী। অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদের অধ্যাপক ড. নূর ঊন নবী, গুগল বিজেনেস গ্রুপ খুলনার ম্যানেজার আতাহার আলী আনসারী, ইউএসএআইডি এর কমিউনিকেশন এনালিস্ট আশিকুর রুশদী, গ্রামীণ ব্যংকের খুলনার আঞ্চলিক কার্যালয়ের ম্যানেজার মো. আনসারুজ্জামান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক রবিউল হাসান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী উপদেষ্টা রবিউল ইসলাম, বিভাগীয় প্রধান (আইন অনুষদ) এবং রাজীব হাসনাত শাকিল প্রমুখ।
বিজয়ী দলটি আগামী ১৩ এপ্রিল ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠিতব্য প্রতিযোগিতার ২য় ধাপে (রিজিওনাল) অংশগ্রহণ করবে। প্রেস বিজ্ঞপ্তি
এনইউবিটি খুলনাতে স্টার্ট-আপ প্রতিযোগিতার ফাইনাল
https://www.facebook.com/dailysuprovatsatkhira/