নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনার স্পোর্টস ক্লাব এর উদ্যোগে মাসব্যাপী শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। গতকাল সন্ধ্যায় প্রতিযোগিতার উদ্ধোধন করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর আব্দুল মতিন। এ সময় তিনি বলেন, মানসিক উন্নয়নের জন্য খেলাধুলার প্রয়োজনীয়তা খুবই গুরুত্বপূর্ণ। খেলাধুলা শুধু ব্যক্তি নয়, সমগ্র দেশ ও জাতির উন্নতির হাতিয়ার।
এ সময় আরো উপস্থিত ছিলেন, ডিরেক্টের অব স্টুডেন্ট অ্যাফেয়ার্স রাজীব হাসনাত শাকিল, স্পোর্টস ক্লাবের কনভেনর সিনিয়র লেকচারার ইফতেখারুল ইসলাম, কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের লেকচারার মেহেদী রহমান রানা, মানব সম্পদ বিভাগের প্রধান ও সহকারি পরিচালক নূরে আলম টিটু, প্রিন্সিপাল অফিসার রাশিদুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ছাত্র উপদেষ্টা, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি
এনইউবিটি খুলনাতে আন্তঃবিভাগীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
https://www.facebook.com/dailysuprovatsatkhira/