Site icon suprovatsatkhira.com

উপকূলীয় এলাকার অবকাঠামোগত উন্নয়ন ও বিশুদ্ধ পানির নিশ্চয়তার অঙ্গীকার চাই: অধ্যাপক শাহানা হামিদ, উন্নয়ন কর্মী

জগবন্ধু কয়াল: জাতীয় মহিলা সংস্থা শ্যামনগর উপজেলা শাখার চেয়ারম্যান এবং শ্যামনগর সরকারি মহসিন ডিগ্রী কলেজের বাংলা বিভাগের প্রাক্তন শিক্ষক অধ্যাপক শাহানা হামিদ নির্বাচনী ইশতেহারে অবহেলিত সাতক্ষীরা-৪ আসনের প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে অর্থনৈতিক মুক্তি, পর্যটন শিল্পের বিকাশ, অবকাঠামোগত উন্নয়ন ও বিশুদ্ধ পানির নিশ্চয়তার দাবি জানিয়েছেন।
এর পাশাপাশি তিনি এলাকার নারীদের উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা, ন্যায্য মজুরি প্রদানের ব্যবস্থা, কর্মস্থানে নিরাপত্তা নিশ্চিতের উপর জোর দেওয়ার আহবান জানিয়েছেন। তিনি বলেন, উন্নত অবকাঠামো তৈরি, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন, মেয়েদের বাল্য বিবাহ ও অল্প বয়সে কাজে পাঠানোর কারণে ঝরে পড়া শিশুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এসব সমস্যা রোধ করতে জনপ্রতিনিকে উদ্যোগী হতে হবে। দুর্নীতি, স্বজনপ্রীতিকে দূরে রেখে তরুণ বেকারদের যোগ্যতার ভিত্তিতে কর্মসংস্থানের ব্যবস্থাই মূল লক্ষ্য থাকতে হবে জনপ্রতিনিধিদের।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version