Site icon suprovatsatkhira.com

ইটভাটার কাদা: পিচ্ছিল রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কার খাদে

কপিলমুনি (খুলনা) প্রতিনিধি: কপিলমুনির কাশিমনগরে আরবিএস ইটভাটার মাটিবাহি ট্রলির মাটি পড়ে পাইকগাছা-খুলনা প্রধান সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে পিচ্ছিল রাস্তা থেকে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কার খাদে পড়েছে।
রোববার সন্ধ্যা থেকে গুড়ি গুড়ি বৃষ্টিতে রাস্তায় কাঁদা তৈরি হয়। রাত ১২টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে পাইকগাছাগামি একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো-ভ-০২-১২০৮) রাস্তার পাশের পল্লী বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা খায়। এতে খুঁটিটি ভেঙ্গে তাৎক্ষণিক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে কপিলমুনিসহ পার্শবর্তী এলাকা। খবর পেয়ে রাতেই পল্লী বিদ্যুতের একটি টিম ঘটনাস্থলে পৌঁছালে রাত সাড়ে ১২টার দিকে খুলনা থেকে পাইকগাছাগামি একটি অজ্ঞাত ট্রাক রাস্তার পাশে রাখা পল্লী বিদ্যুতের একটি মোটর সাইকেল খুলনা মেট্রো-হ-৮৮১৮ জনসন ১২৫ সিসিকে ধাক্কা দিলে তা পাশের খাদে ছিটকে পড়ে। এসময় সেখানে থাকা বিদ্যুৎ কর্মীরা দ্রুত সরে গিয়ে জীবন রক্ষা করেন।
এ ব্যাপারে পল্লীবিদ্যুৎ সমিতির কপিলমুনি অভিযোগ কেন্দ্রের ইনচার্জ নূর আলম জানান, ভাটার মাটিতে রাস্তায় সৃষ্ট সমস্যায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কারের ধাক্কায় তাদের ৬ নং ফিডারের সিটিপিটির বিদ্যুতের একটি খুঁটি দ্বিখন্ডিত হয়ে লক্ষাধিক টাকার ক্ষতি সাধন ও প্রাইভেট কারটি দুমড়ে-মুচড়ে গেছে।
এমন অবস্থার জন্যে ভাটার মালিক শেখ আব্দুর রব রঞ্জুর নিকট জানতে চাইলে তিনি এ প্রতিনিধিকে বলেন, ভাটার সব নিয়ম-কানুন মেনেই তারা ভাটা পরিচালনা করছেন। ভাটার মাটিতে রাস্তায় বিঘ্নতা ও সড়ক দুর্ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, রাস্তায় দুর্ঘটনা ঘটলে তাদের কিছু করার নেই।
এব্যাপারে পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলিয়া সুকায়না বলেন, বিষয়টি আমি অবগত নই। তবে এখন জানতে পারায় তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version