যশোর অফিস: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেছেন, বাংলা যেমন আমাদের মাতৃভাষা, তেমনি ইংরেজি হলো বিজ্ঞানের মাতৃভাষা। আমরা যদি ইংরেজি ভালো করে জানতে না পারি, তাহলে প্রতিনিয়ত বিজ্ঞানের যে অগ্রগতি হচ্ছে সেটা আমরা ধরতে পারবো না।
শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু একাডেমিক ভবনের নবম তলায় ইংলিশ অলিম্পিয়াডের যশোর অঞ্চলের বাছাই পর্বের পরীক্ষার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আনোয়ার হোসেন এসব কথা বলেন। এর আগে জাতীয় সংগীতের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। পরে অতিথির ফুল দিয়ে বরণ ও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।
অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, ইংলিশ অলিম্পিয়াডের এমন আয়োজন শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের গুণাবলী তৈরি করবে। শুধু বাংলা নয়, ইংরেজির উপরও তারা দক্ষতা অর্জন করবে। এই বিশ্বয়নের যুগে ইংরেজি অত্যন্ত জরুরি। তিনি বলেন, একজন মানুষ যদি মাতৃভাষা ছাড়াও আরও তিনটি আন্তর্জাতিক ভাষা জানতে পারে, তাহলে প্রতিযোগিতার বিশ্বাস টিকে থাকতে পারে। আমাদের শিশুদের সেই মন-মানসিকতায় গড়ে তুলতে হবে। ইংলিশ অলিম্পিয়াড আয়োজনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষ সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান আব্দুল আলীম, যবিপ্রবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মীর মোশাররফ হোসেন, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ফারজানা নাসরীন, ইংলিশ অলিম্পিয়াডের প্রধান সংগঠক মোহাম্মদ আমানউল্লাহ, জাতীয় সমন্বয়ক আব্দুল্লাহ আল জাফরি, যশোর জেলা সমন্বয়ক ওয়ামিয়া তামান্না আফরোজ প্রমুখ।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দাতব্য সংস্থা ওয়ার্ল্ডওয়াইড অর্গানাইজেশন ফর চ্যারিটি (ডব্লিউওসি) ও ইংলিশ অলিম্পিয়াডের যৌথ উদ্যোগে দেশব্যাপী আয়োজন করা হচ্ছে ইংলিশ অলিম্পিয়াড। ‘ইনস্পায়ার লিডারশিপ’ স্লোগান নিয়ে দ্বিতীয়বারের মতো হতে যাচ্ছে এই প্রতিযোগিতা। মূল উদ্দেশ্য বিশ্বনাগরিক তৈরি করা, যারা বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশকে বিশ্বদরবারে তুলে ধরবে। যবিপ্রবিতে অনুষ্ঠিত বাছাই পরীক্ষায় যশোর অঞ্চলের ৩০টির অধিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিভিন্ন শ্রেণির ৭৫০ জনের বেশি শিক্ষার্থী অংশ নেয়। ২০ দিনের মধ্যে ইংলিশ অলিম্পিয়াডের ওয়েবসাইটে এই বাছাই পর্ব পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। উত্তীর্ণদের মুঠোফোনে খুদে বার্তা এবং ইমেইলেও ফলাফল জানিয়ে দেওয়া হবে। যশোর অঞ্চলের বাছাই পর্বে উত্তীর্ণ সেরা ১০ জন থিয়েটার পর্বে অংশ নেবে।