Site icon suprovatsatkhira.com

আশাশুনিতে ভ্রাম্যমাণ আদালতে বালি ব্যবসায়ীকে জরিমানা

আশাশুনি প্রতিনিধি: আশাশুনির খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৪ ডিসেম্বর) সকালে পুইজালা গ্রামের বউদির ঘাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) জাকির হোসেন এই জরিমানা করেন।
সূত্র জানায়, খোলপেটুয়া নদী থেকে একটি কার্গোয় ভলগেট (ড্রেজার) মেশিনের সাহায্যে অবৈধভাবে বালি উত্তোলন করছিলেন রাড়–লি গ্রামের লুৎফর রহমান সরদারের ছেলে কার্গো মালিক আতিয়ার রহমান। সকাল নির্বাহী ম্যাজিস্ট্রেট সেখানে অভিযান চালিয়ে অবৈধভাবে বালি উত্তোলন করায় কার্গোসহ আতিয়ার রহমানকে আটক করেন। পরে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১(ক), ৪(ক) ও (ছ) ধারা লংঘনের অপরাধে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version