এম ওসমান/মাহবুব আলম, শার্শা (যশোর): সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন সবাইকে সতর্ক করে বলেন, যারা মানুষকে আগুন দিয়ে পোড়ায়, ওরা মানুষ না, দানব। ওদের স্থান বাংলার মাটিতে হবে না। আজকে যারা ধানের শীষ নিয়ে এসেছে, মানুষ পোড়ার গন্ধ তাদের গায়ে। তাদের থেকে সাবধান থাকবেন।
একাদশ জাতীয় নির্বাচন উপলক্ষ্যে সোমবার বিকেলে নাভারন বাজারে শার্শা উপজেলা ছাত্রলীগের আয়োজনে এক পথ সভায় তিনি এ কথা বলেন।
জনসভায় বিএনপি-জামায়াতের সমালোচনা করে সাংসদ শেখ আফিল উদ্দিন বলেন, আজকে যারা ধানের শীষ করে, তারা বিএনপি-জামায়াত জোট। ১৯৭১ সালের মানবতাবিরোধী যুদ্ধাপরাধী, গণহত্যা চালানো সেই বিএনপি-জামায়াত আগুন দিয়ে মানুষ পোড়ানোর মত অপকর্ম করেছে । এরা বাসে আগুন দিয়ে মানুষ পুড়িয়েছে, গ্রাম পুড়িয়েছে, রাস্তাঘাট কেটেছে, গাছ কেটেছে, আপনারা তাদের এ ধরনের অপকর্মের কথা একবার চিন্তা করুন।
তিনি বলেন, আওয়ামী লীগই একমাত্র দল, যারা জনগণের ভাগ্যের পরিবর্তন করতে পারে। কাজেই এই দলকে আরও শক্তিশালী করতে হবে। তৃণমূলের মানুষের কাছে দলের কর্মকান্ড তুলে ধরে এর জনপ্রিয়তা বাড়াতে হবে। আমরা কী করেছি এবং কী করতে চাচ্ছি, তা জনগণের সামনে তুলে ধরে নৌকা প্রতীকে ভোট চাইতে হবে।
সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন বলেন, তারুণ্যের কাছে ভোট চাই, মা-বোনদের কাছে ভোট চাই, বয়োবৃদ্ধ মুরব্বি সবার কাছে ভোট চাই। আপনারা ভোট দিন- আমরা উন্নয়ন দেব, সমৃদ্ধি দেব, সুন্দর জীবন দেব, উন্নত জীবন দেব। দোয়া করবেন, যেন ভালোভাবে কাজ করতে পারি।
নির্বাচনী এ পথ সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আসিফ-উদ-দৌলা অলোক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ আহমেদ মিন্টু, জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, কোষাধ্যক্ষ ওয়াহিদুজ্জামান ওহিদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেহেদি হাসান, যুবলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান সোহারাব হোসেন, জেলা পূজা উদযাপন কমিটির সাংগঠনিক সম্পাদক বৈদ্যনাথ দাস, ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রাসেল প্রমুখ। পথসভার সার্বিক আয়োজনে ছিলেন শার্শা উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার।
আজকে যারা ধানের শীষ নিয়ে এসেছে তাদের গায়ে মানুষ পোড়ার গন্ধ: শেখ আফিল উদ্দিন
https://www.facebook.com/dailysuprovatsatkhira/