Site icon suprovatsatkhira.com

১ ডিসেম্বর মুক্তিযোদ্ধা দিবস ঘোষণার দাবিতে মানববন্ধন

আব্দুর রহিম: ১ ডিসেম্বরকে জাতীয়ভাবে মুক্তিযোদ্ধা দিবস ঘোষণার দাবিতে মানববন্ধন ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় শহরের (পাকাপোল সড়কে) শহীদ কাজল সরণিতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোশাররফ হোসেন মশু’র সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের সরদার, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আবু বক্কার সিদ্দিক, সদর উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. হাসানুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা অ্যাড. মোস্তফা নুরুল আলম, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সাতক্ষীরা জেলা শাখার সদস্য সচিব লায়লা পারভীন সেজুঁতি, বীর মুক্তিযোদ্ধা এবিএম আব্দুর রাজ্জাক, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সাতক্ষীরা জেলা শাখার যুগ্ম আহবায়ক মো. রিয়াজুল ইসলাম রিয়াজ প্রমুখ।
মানববন্ধন কর্মসূচিতে জেএসডি নেতা প্রভাষক এম. ইদ্রিস আলি, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সাতক্ষীরা জেলা শাখার সদস্য আব্দুর রহিম, বাবলুর রহমান বাবলুসহ মুক্তিযোদ্ধা ও বিভিন্ন ইউনিয়নের মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতৃবৃন্দ অংশ নেন।
মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। অনেক আত্মত্যাগের বিনিময়ে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছিল। তাদেরকে বাঙালি জাতি আজীবন শ্রদ্ধা ভরে স্মরণ করবে। ১ ডিসেম্বর মুক্তিযোদ্ধা দিবস হিসেবে ঘোষণা করা হলে জাতির শ্রেষ্ঠ সন্তানদের আত্মা শান্তি পাবে। স্বাধীনতার স্বপক্ষের মানুষের প্রাণের দাবি ১ ডিসেম্বর জাতীয়ভাবে মুক্তিযোদ্ধা দিবস ঘোষণা করা হোক।
অনুষ্ঠান পরিচালনা করেন জেলা মুিক্তযোদ্ধা সংসদের সাবেক সাংগঠনিক কমান্ডার আব্দুর রশিদ।
পরে একটি র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version