ডিসেম্বর ১, ২০১৮
১ ডিসেম্বর মুক্তিযোদ্ধা দিবস ঘোষণার দাবিতে মানববন্ধন
আব্দুর রহিম: ১ ডিসেম্বরকে জাতীয়ভাবে মুক্তিযোদ্ধা দিবস ঘোষণার দাবিতে মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় শহরের (পাকাপোল সড়কে) শহীদ কাজল সরণিতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোশাররফ হোসেন মশু’র সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের সরদার, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আবু বক্কার সিদ্দিক, সদর উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. হাসানুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা অ্যাড. মোস্তফা নুরুল আলম, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সাতক্ষীরা জেলা শাখার সদস্য সচিব লায়লা পারভীন সেজুঁতি, বীর মুক্তিযোদ্ধা এবিএম আব্দুর রাজ্জাক, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সাতক্ষীরা জেলা শাখার যুগ্ম আহবায়ক মো. রিয়াজুল ইসলাম রিয়াজ প্রমুখ। 8,701,573 total views, 3,905 views today |
|
|
|