Site icon suprovatsatkhira.com

স্থানীয় শিক্ষাখাতের উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা নিতে হবে: তন্ময় দে, শিক্ষার্থী, তালা

আব্দুল কাদের: তালা ও কলারোয়া উপজেলা নিয়ে গঠিত সাতক্ষীরা-১ আসন। অতীতে এ আসনের বিভিন্ন স্কুল কলেজে লেখাপড়ার যে মান ছিলো তা বর্তমান সময়ে ধরে রাখা সম্ভব হয়নি। বর্তমানে শিক্ষাখাতে ব্যাপক অবকাঠামোগত উন্নয়ন হলেও শ্রেণিকক্ষে লেখাপড়ার অবস্থা অত্যন্ত নাজুক। কোচিং বাণিজ্য ও শিক্ষক সংকট প্রকট আকার ধারণ করেছে। একাদশ সংসদ নির্বাচনের মাধ্যমে যে প্রতিনিধি এলাকার মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করবেন তাকে অবশ্যই শিক্ষক সংকট দূর করার বিষয়ে উদ্যোগ নেওয়ার বিষয়টি নির্বাচনী ইশতেহারে উল্লেখ করতে হবে বলে দাবি করেছেন তালা সরকারি কলেজের সাবেক ছাত্র তন্ময় দে।
তার দাবি, কলেজগুলোতে অনার্স, মাস্টার্স কোর্স চালু করতে উদ্যোগী হতে হবে। তালা সরকারি কলেজের শিক্ষার্থীদের ছাত্রাবাসে আসন বৃদ্ধি করতে হবে। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি কালচারাল প্রোগ্রামে আগ্রহী করতে অডিটোরিয়াম নির্মাণ করতে হবে। যেহেতু আমাদের এলাকা জলাবদ্ধ থাকে তাই এর স্থায়ী সমাধানে করণীয় ইশতেহারে তুলে ধরতে হবে। ছেলেমেয়েদের খেলাধুলা করার জন্য তেমন কোন খেলার মাঠ নেই। আর যেগুলো আছে তা খেলা করার অনুপযোগী। এগুলো সংস্কার করে খেলার উপযোগী করতে হবে। এ এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি তালা উপজেলাকে পৌরসভায় উন্নীত করতে হবে। এর মাধ্যমে এখানকার মানুষের উন্নত নাগরিক সেবা নিশ্চিতের ব্যবস্থা করতে হবে। তালায় অনেক প্রাচীন নিদর্শন ও দর্শনীয় স্থান আছে- সেগুলো দেশি-বিদেশী পর্যটকদের আকৃষ্ট করতে দর্শনীয় স্থানে পরিণত করতে হবে। শিক্ষা ফি কমানোর ব্যাপারে দলগুলো কি ভাবছে তা ইশতেহারের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে তুলে ধরতে হবে। বর্তমানে খোলা জানালা ইকোপার্কটি মানুষের বিনোদনের জন্য বেশ উপভোগ্য হয়ে উঠেছে। এটিকে সম্প্রসারণ ও শিশুদের জন্য বিভিন্ন রাইডের ব্যবস্থা করতে হবে। ইতোমধ্যে যেসব শিক্ষা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে, তা বাস্তবায়ন করতে হবে। আমাদের উপজেলাতে কৃষি ফসল উৎপাদন ভাল হয়। তাই উৎপাদিত ফসল সংরক্ষণের জন্য একটি কোল্ডস্টোরেজের ব্যবস্থা করা খুবই গুরুত্বপূর্ণ। এ আসনে অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে, যে প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন ধরে সুনামের সাথে পাঠদান কার্যক্রম করে যাচ্ছে, কিন্তু প্রতিষ্ঠানগুলো এখনো এমপিওভুক্ত করা হয়নি। এসব প্রতিষ্ঠান অগ্রাধিকারের মাধ্যমে এমপিওভুক্ত করে শিক্ষকদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করার বিষয়ে ইশতেহারে উল্লেখ করতে হবে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version