পাইকগাছা প্রতিনিধি: খুলনা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার হেলাল হোসেন বলেছেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে নির্বাচন কমিশন ও প্রশাসন আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। তিনি সুষ্ঠু নির্বাচনের জন্য প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান। কারণ সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপর নির্ভর করে সুষ্ঠু নির্বাচন।
তিনি আরও বলেন, নির্বাচনকালীন যুক্তিসংগত কারণ ছাড়া বহিরাগত কোন ব্যক্তি এলাকায় থাকতে পারবেন না। এলাকার নাগরিক ও ভোটার ছাড়া কাউকে পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কমিশনের নির্দেশিত ব্যক্তি ছাড়া কেউ যাতে ভোট কেন্দ্রে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে কর্মকর্তাদের সতর্ক থাকতে হবে। গণমাধ্যম কর্মীরা কেন্দ্রের ভিতরে যাওয়ার অনুমতি পেলেও কেন্দ্রের নির্দিষ্ট সীমারেখার বাইরে থেকে লাইভ সম্প্রচার করতে পারবেন। তিনি আরও বলেন, প্রত্যেকটি কেন্দ্র নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে। সুষ্ঠু নির্বাচনের জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
বুধবার দুপুরে পাইকগাছা সরকারি কলেজ মাঠে নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি জেলা পুলিশ সুপার এসএম শফিউল্লাহ বলেন, অতীতের ন্যায় এবারের নির্বাচনে জ্বালাও-পোড়াও ধরণের কর্মকান্ডের কোন সুযোগ নেই। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, আনসার ও ম্যাজিস্ট্রেটসহ ৪ স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা থাকবে। যারা অস্ত্রধারী সন্ত্রাসী রয়েছে তাদেরকে নির্বাচনের আগেই আটক করা হবে। অতএব নির্বাচনে কোন নাশকতার সুযোগ থাকবে না। সকলের প্রচেষ্টায় আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে।
উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার জুলিয়া সুকায়নার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা এম মাজাহারুল ইসলাম, জেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নব কুমার, সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) মোহা. ইব্রাহীম, সহকারী কমিশনার (ভূমি) ডা. আব্দুল আউয়াল, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল ও ওসি আমিনুল ইসলাম বিপ্লব।
সুষ্ঠু নির্বাচনের জন্য কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে: খুলনার ডিসি
https://www.facebook.com/dailysuprovatsatkhira/