Site icon suprovatsatkhira.com

সুপেয় পানির সংকট নিরসনে মতবিনিময়

শ্যামনগর প্রতিনিধি: ‘ঘরে ঘরে সুপেয় পানি’ এ স্লোগানকে সামনে রেখে শ্যামনগরে সুপেয় পানি সংকট নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ ডিসেম্বর) সকাল ১০টায় উপকূলীয় পানি সম্পদ ব্যবস্থাপনা ফোরাম (ঐতিহ্য) সাতক্ষীরা এর আয়োজনে শ্যামনগর প্রগতি সভা কক্ষে এলাকার বিভিন্ন এনজিও কর্মকর্তাদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় নকশি কাঁথার পরিচালক চন্দ্রীকা ব্যানার্জীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন আইিডিয়ালের পরিচালক নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রগতির নির্বাহী পরিচালক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, ফ্রেন্ডশীপের ব্যবস্থাপক আক্তারুজ্জামান সিকদার, ফেইথ ইন অ্যাডভোকেটের ব্যবস্থাপক স্টীভ রায় রুপন, ব্রতী সমাজ কল্যাণ সংস্থার ব্যবস্থাপক সাইফুর রহমান, সিসিডিবির ব্যবস্থাপক দানেশ আলী মন্ডল।
বক্তব্য রাখেন বারসিক এর গাজী আল ইমরান, ওয়ার্ল্ড ভিশনের ম্যানেজার রফিকুল ইসলাম, জাগো যুব ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ ফারুক হোসেন, সাস এর সমন্বয়কারী সুলতা সাহা, দলিতের ব্যবস্থাপক জোসেফ সরকার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সুশীলনের সহকারি পরিচালক মনিরুজ্জামান।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version